- সুনামগঞ্জ বার্তা - http://sunamganjbarta.com -

দিরাই এডুকেশন ট্রাস্টের কমিটি গঠন

‘শিক্ষাই শক্তি-শিক্ষায় মুক্তি’ এ প্রতিপাদ্যকে সামনে রেখে হাওরাঞ্চলের শিক্ষা বিস্তারের লক্ষ্যে প্রতিষ্টিত হয়েছে ‘দিরাই এডুকেশন ট্রাস্ট’। দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয় ও উচ্চ শিক্ষা প্রতিষ্টানে অধ্যয়নরত হাওর বেষ্টিত দিরাই উপজেলার একঝাঁক মেধাবী শিক্ষার্থীদের সমন্বয়ে দিরাই এডুকেশন ট্রাস্ট -এর ২০১৮-২০১৯ সেশনের জন্য কমিটি গঠন করা হয়েছে। প্রতিষ্টাকালীন কমিটিতে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের(মাষ্টার্স) নৃ-বিজ্ঞান বিভাগের শিক্ষার্থী রেজাউল ইসলাম কে সভাপতি ও এম,সি বিশ্ববিদ্যালয় কলেজের রাষ্ট্রবিজ্ঞান(মাষ্টার্স)-এর শিক্ষার্থী আবুল হোসাইন কে সাধারন সম্পাদক করে ৫১ সদস্য বিশিষ্ট  কমিটি গঠিত হয়। নব গঠিত কমিটির সভাপতি রেজাউল ইসলাম জানান, হাওর পারের শিক্ষার মান উন্নয়ন, ছাত্রছাত্রীদের অধিকার আদায়ের বিভিন্ন দাবী আদায় ও  দরিদ্র মেধাবী শিক্ষার্থীদের উচ্চ শিক্ষা অর্জনে সার্বিক সহায়তা প্রদান এবং শিক্ষার্থীদের আদর্শ দেশপ্রেমিক নাগরিক হিসাবে গড়ে তোলাই‘দিরাই এডুকেশন ট্রাস্ট’ এর মূল লক্ষ উদ্দেশ্য।

 

 

এই পোস্টটি শেয়ার করতে চাইলে :Share on Facebook [১]Share on Google+ [২]Tweet about this on Twitter [৩]Email this to someone [৪]Share on LinkedIn [৫]