- সুনামগঞ্জ বার্তা - http://sunamganjbarta.com -

দুর্দশা কাটিয়ে ঘুরে দাঁড়াতে পারবে কি বাংলাদেশ?

বাংলাদেশে অনুষ্ঠিত শেষ ত্রিদেশীয় সিরিজে দলের দুর্দান্ত পারফরমেন্সে ফাইনাল অব্দি খেলেছে টাইগার বাহিনী। সম্প্রতি বেশ মন্দা সময় পার করছে বাংলাদেশ ক্রিকেট দল। একের পর এক পরাজয়ের পর বাংলাদেশ দল এখন হারের বৃত্তে বন্দি। টি-টোয়েন্টি ক্রিকেটে দলের সাফল্য নেই বললেই চলে। শেষ ১৪ টি-টোয়েন্টি ম্যাচের ১৩টিতেই হেরেছে বাংলাদেশ। অপরদিকে উল্টো চিত্র শ্রীলঙ্কা দলের। ব্যাটে-বলে সমান দক্ষতার পরিচয় দেওয়া  দলটি এখন নিদাহাস ট্রফির বড় দাবিদার। এমন অবস্থায় বাংলাদেশের ক্রিকেট প্রেমীদের

প্রশ্ন- দুর্দশা কাটিয়ে ঘুরে দাঁড়াতে পারবে কি বাংলাদেশ? দু’দলের মধ্যে আত্মবিশ্বাসের ১৮০ ডিগ্রি ফারাক নিয়ে আজ  শনিবার নিদাহাস ট্রফির তৃতীয় ম্যাচে স্বাগতিক শ্রীলঙ্কার মুখোমুখি হতে যাচ্ছে বাংলাদেশ। ম্যাচটি বাংলাদেশ সময় সন্ধ্যা সাড়ে ৭টায় কলম্বোর প্রেমোদাসা স্টেডিয়ামে শুরু হবে। তবে প্রেমাদাসা স্টেডিয়াম বাংলাদেশে দলের কাছে একটু অন্য রকম। শ্রীলঙ্কার বিপক্ষে এই মাঠেই সর্বশেষ জয় পায় টাইগার বাহিনী। টি-টোয়েন্টি ম্যাচে মাশরাফির বিদায় ম্যাচও অনুষ্ঠিত হয় এই স্টেডিয়ামেই। স্বাগতিক শ্রীলঙ্কা নিদাহাস ট্রফির নিজেদের প্রথম ম্যাচে ভারতকে পাঁচ উইকেটে হারিয়ে এগিয়ে রয়েছে। অপরদিকে বাংলাদেশ ভারতের কাছে ছয় উইকেটে হেরে পিছিয়ে রয়েছে। তাই ঘুরে দাঁড়াতে হলে আজকের ম্যাচে জয় পেতে হবে টাইগারদের।

ভারতের মতো বাংলাদেশের সঙ্গেও একই  পরিকল্পনা নিয়ে খেলবে কী না? এমন প্রশ্নের জবাবে গতকাল শুক্রবার ম্যাচপূর্ব এক সংবাদ সম্মেলনে শ্রীলঙ্কার পেস বোলিং কোচ রুমেশ রত্নায়েকে বলেন, ‘বাংলাদেশের জন্য আলাদা কোনো পরিকল্পনা নেই আমাদের।’ লঙ্কানদের এমন সাফল্যের রহস্যের কথা বলতে গিয়ে রুমেশ বলেন, ‘আমাদের দলে অনেক প্রতিভা আছে।হাথুরুসিংহের কোচ হয়ে আসার পর প্রায় প্রতিটি বিভাগে হাত দেন তিনি। ক্রিকেটারদের মানসিকতায় বড় পরিবর্তন নিয়ে আসেন।  তারা স্মার্টলি যা করতে পারে, তা তিনি করতে দিয়েছেন।  ভুল হলে তিনি (হাথুরুসিংহ) ঠিক করে দেন।’ এখন দেখার বিষয় শেষ পর্যন্ত বাংলাদেশ ছন্দে ফিরতে পারে কি না।

এই পোস্টটি শেয়ার করতে চাইলে :Share on Facebook [১]Share on Google+ [২]Tweet about this on Twitter [৩]Email this to someone [৪]Share on LinkedIn [৫]