প্রবাসে দেশের গৌরব বয়ে আনলেন আয়ারল্যান্ডে বসবাসকারী কিশোরী লাবিবা জাইগিরদার। লাবিবা আয়ারল্যান্ডের ডাবলিনের সেন্ট রাফায়েলা স্কুলে অষ্টম শ্রেণির ছাত্রী। সম্প্রতি তিনি স্কুলের তিনশ শিক্ষার্থীর মধ্যে একমাত্র বাংলাদেশি হিসেবে একটি অ্যাওয়ার্ড পেয়েছেন। জানা গেছে, প্রতিবছর এ আই ব্যাংক একজন ছাত্রীকে লেখাপড়ায় ভালো করার জন্য একাডেমিক অ্যাওয়ার্ড প্রদান করে। এ বছর লাবিবা এই অ্যাওয়ার্ড অর্জন করে নিলেন। এ অর্জন প্রসঙ্গে লাবিবার বাবা জিন্নুরাইন জাইগিরদার বলেন, এই অ্যাওয়ার্ড প্রাপ্তিতে সত্যি আমরা অত্যন্ত আনন্দিত। বিশেষ করে এই স্কুলের একমাত্র বাংলাদেশি হিসেবে আমরা অত্যন্ত গর্বিত। তিনি বলেন, এই মুহূর্তে লাবিবা আগামী বছর জুনিয়র সার্টিফিকেট (এসএসসি) সমমান পরীক্ষায় ভালো ফলাফলের জন্য সকলের নিকট দোয়া প্রার্থী। সে ভবিষ্যতে বাংলাদেশের সুনাম বৃদ্ধির লক্ষ্যে পড়ালেখায় আরো ভালো করতে চায়।

এই পোস্টটি শেয়ার করতে চাইলে :Share on FacebookShare on Google+Tweet about this on TwitterEmail this to someoneShare on LinkedIn