দোয়ারাবাজার :: ‘শেখ হাসিনার উদ্যোগ-ঘরে ঘরে বিদ্যুৎ’ এ স্লোগানকে সামনে রেখে দোয়ারাবাজারে ২৭ গ্রামের ৫ হাজার গ্রাহকের মাঝে বিদ্যুৎ সংযোগের মধ্য দিয়ে সম্পন্ন হলো ৪ নং মান্নারগাঁও ইউনিয়নের শতভাগ বিদ্যুতায়ন। মুজিব শতবর্ষে দোয়ারাবাজার উপজেলাকে শতভাগ বিদ্যুতায়ন, পাশাপাশি স্থানীয় হাজি কনু মিয়া উচ্চ বিদ্যালয়কে কলেজে উন্নীত করা হবে। ‘বাংলার মাটিতে কোনো মুনাফিকের ঠাঁই নেই, অযথা গুজবে কান না দিয়ে আসুন বঙ্গবন্ধুর স্বপ্ন বাস্তবায়নে সবাই এগিয়ে যাই। স্বাধীনতার বিপক্ষের কোনো অপশক্তিই আমাদের আগ্রযাত্রা ঠেঁকাতে পারবে না।’ রোববার (২ মার্চ) সন্ধ্যায় দোয়ারাবাজার উপজেলার পান্ডারগাঁও ইউনিয়নের ২৭ গ্রামে বিদ্যুৎ সংযোগের উদ্বোধনকালে প্রধান অতিথির বক্তব্যে স্থানীয় সংসদ সদস্য মুহিবুর রহমান মানিক উপরোক্ত কথাগুলো বলেন। স্থানীয় হাজি কনু মিয়া উচ্চ বিদ্যালয় মাঠে ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মুক্তিযোদ্ধা ফতেহুল ইসলামের সভাপতিত্বে ও আমজাদ আলীর পরিচালনায় আরো বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান মুক্তিযোদ্ধা ডা. আব্দুর রহিম, সুনামগঞ্জ পল্লী বিদ্যুতের জেনারেল ম্যানেজার অখিল কুমার সাহা, উপজেলা মহিলা ভাই্স চেয়ারম্যান ছালেহা বেগম মিনা, পল্লীবিদ্যুত সমিতির এলাকা পরিচালক আহমদ আলী আপন, ছাতক জোনাল অফিসের ডিজিএম মনিরুল ইসলাম, দোহালিয়া প্রগতি উচ্চ বিদ্যালয় সভাপতি দেওয়ান তানভীর আশরাফী চৌধুরী বাবু, ইউপি চেয়ারম্যান আমিরুল হক, কাজী আনোয়ার মিয়া আনু, বিল্লাল আহমদ, আওয়ামীলীগ নেতা বরুন চন্দ্র দাস, এরশাদ আলী মেম্বার, আব্দুল গফুর, আবল হাসনাত, মুক্তিযোদ্ধা মিম্বর আলী, আজাদ মিয়া, ওয়াব আলী মেম্বার, উপজেলা স্বেচ্ছাসেবকলীগ নেতা ছালিক মিয়া, মোশারফ হোসেন, কামাল উদ্দিন, শাহাব উদ্দিন, যুবলীগ নেতা আজিজুল, মোহাম্মদ আলী, ছাত্রলীগ নেতা রুয়েল আহমদ তালুকদার, নিউটন দাস, সুহেল আহমদ, বায়েজীদ বোস্তামী। এতে স্বাগত বক্তব্য রাখেন সাবেক চেয়ারম্যান আব্দুল ওয়াহিদ।