- সুনামগঞ্জ বার্তা - http://sunamganjbarta.com -

দোয়ারাবাজারে বাঁধ ভেঙে ৬ গ্রাম প্লাবিত

দোয়ারাবাজা‌র উপ‌জেলার বোগলাবাজার ইউনিয়নের দক্ষিণ ক্যাম্পেরঘাট এলাকায় চিলাই নদীর বেড়িবাঁধ ভেঙে ক্যাম্পেরঘাট, বোগলা, আন্দাইরগাঁও,বালিছড়া, তেরাকুরি, রামনগর গ্রাম প্লাবিত হয়েছে। এতে প্রায় ৩০০ একর আউশ ফসল তলিয়ে গেছে, আটকা পড়েছেন এলাকায় বসবাসরত মানুষজন। স্থানীয়রা জানান, প্লাবনের পানি ঢুকে পড়ায় এলাকার ছোট বর পুকুরের মাছ এবং সবজি ফসলের ক্ষতি হয়েছে।বৃহস্পতিবার (১৪ জুন) দুপুরে উপজেলা নির্বাহী কর্মকর্তা কাজী মহুয়া মমতাজ সরজমিনে প্লাবন কবলিত এলাকা পরিদর্শন করেছেন। স্থানীয় কৃষকরা জানান, বোগলাবাজার ইউনিয়নে ৩২ লক্ষ টাকা ব্যয়ে চিলাই নদীর বেড়ি বাঁধটির কাজের শুরুতেই অনিয়ম দুর্নীতির অভিযোগ ছিল। কিন্তু যথাযথ ব্যবস্থা না নেওয়ায় পাহাড়ি ঢলে বেড়ি বাঁধ ভেঙে ঘরবাড়ি ও ফসলি জমি প্লাবিত হ‌য়ে‌ছে। এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা কাজী মহুয়া মমতাজ বলেছেন, বেড়িবাঁধ ভাঙন কবলিত এলাকা পরিদর্শন করেছি। বেড়িবাঁধ নির্মাণে অনিয়মের বিষয়‌টি খতিয়ে দেখা হচ্ছে।

এই পোস্টটি শেয়ার করতে চাইলে :Share on Facebook [১]Share on Google+ [২]Tweet about this on Twitter [৩]Email this to someone [৪]Share on LinkedIn [৫]