দোয়ারাবাজারে জমি দখলকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে মহিলাসহ অন্তত ১৫ জন আহত হয়েছেন। এর মধ্যে উভয় পক্ষের গুরুতর আহত ৯ জনকে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে। বৃহস্পতিবার (১৭ জানুয়ারি) উপজেলার সুরমা ইউনিয়নের ভুজনা গ্রামে এ ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শী ও পুলিশসুত্রে জানা যায়, একই গ্রামের জয়নাল আবেদিন ও আব্দুন নুরের মধ্যে দীর্ঘদিন ধরেই জমি নিয়ে বিরোধ ছিল। দুপক্ষের পুর্ব শত্রুতার জের ধরেই এ সংঘর্ষ বাঁধে। এতে আহত হন আব্দুন নুর(৬৫), মুয়াজ্জিন হোসেন(৩২), মিনার হোসেন(১৮), মনির হোসেন(২৪), শামীম আহমদ(৩৫), দিলারা বেগম(৪০), আলী হোসেন(৩০), কবির আহমদ(৪০), ফরিদ মিয়া(৩৫), হাছেন মিয়া(৩২), মোয়াজ্জম হোসেন(১৩) ও কুদ্দুছ মিয়া(৩৫)। এ ব্যপারে জয়নাল আবেদিন বলেন, আমার ভাই তাজুল ইসলামের ক্রয়কৃত জায়গা তারা জোর পুর্বক দখল করে আমাদের রোপনকৃত বোরো ধানের চারা উঠিয়ে ক্ষেত নষ্ট করতে থাকে। এ সময় আমরা বাধাদিলে তারা অস্ত্রসস্ত্র নিয়ে আমাদের উপর আক্রমন করে। সংঘর্ষে আহত আব্দুন নুর বলেন, আমাদের ৪০ বছরের দখলীয় জায়গা তারা জোর করে দখল করার জন্য লাঠিসোটা নিয়া আমাদের উপর আক্রমন করে। এতে আমাদের বেশ কয়েকজন লোক আহত হয়। দোয়ারা থানার ওসি তদন্ত বেলায়েত হোসেন বলেন, দুপক্ষই থানায় লিখিত অভিযোগ করেছেন। তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।

এই পোস্টটি শেয়ার করতে চাইলে :Share on FacebookShare on Google+Tweet about this on TwitterEmail this to someoneShare on LinkedIn