- সুনামগঞ্জ বার্তা - http://sunamganjbarta.com -

ধর্মপাশায় শিক্ষক অপসারণের দাবিতে বিক্ষোভ মিছিল

 ধর্মপাশায় দানিসুর রহমান নামের এক শিক্ষককে অপসারণের দাবিতে বিক্ষোভ মিছিলে করেছে স্থানীয় এলাকাবাসী।  দানিসুর রহমান উপজেলার পাইকুরাটি ইউনিয়নের চকিয়াচাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক। ওই শিক্ষকের বিরুদ্ধে বিদ্যালয়ে অনুপস্থিত, পুরাতন আসবাবপত্র ও বই বিক্রি, লোহার গ্রিল বিদ্যালয় থেকে সরিয়ে নিজ বাড়িতে রাখাসহ নানান অভিযোগ এনে বৃহস্পতিবার (০১ জুন) দুপুরে চকিয়াচাপুর গ্রামাবাসী উপজেলা পরিষদ চত্বরে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করে। পরে উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা রোকেয়া আক্তার খাতুন সমাবেশস্থলে উপস্থিত হয়ে ওই শিক্ষকের বিরুদ্ধে বিধি মোতাবেক ব্যবস্থা নেওয়া হবে বলে বিক্ষোভকারীদের আশ্বস্ত করলে বিক্ষোভকারিরা উপজেলা পরিষদ চত্বর ত্যাগ করেন। এর আগে গত ২৩ মে ওই শিক্ষকের বিরুদ্ধে গ্রামবাসী উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তার কাছে লিখিত অভিযোগ করেছিলেন। বিক্ষোভ সমাবেশে বক্তব্য রাখেন- মো. রফিক তালুকদার, জায়েদ ইকবাল জিতু, নূরে আলম, মোসাদ্দিক, সেগুল মিয়া, আব্দুল হাসিম ও রুবেল কবির প্রমুখ। চকিয়াচাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক দানিসুর রহমান বলেন- “বিদ্যালয়ের উন্নয়ন কাজ চলছে, তাই গ্রিল বাড়িতে নিয়ে রেখেছি। বিদ্যালয়ের কিছু পুরাতন বই বিক্রি করেছি।”

উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা রোকেয়া আক্তার খাতুন বলেন- “অভিযোগের ভিত্তিতে বিষয়টি তদন্ত করা হয়েছে। প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য তদন্ত প্রতিবেদন ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নিকট পাঠানো হয়েছে।”

এই পোস্টটি শেয়ার করতে চাইলে :Share on Facebook [১]Share on Google+ [২]Tweet about this on Twitter [৩]Email this to someone [৪]Share on LinkedIn [৫]