ধর্মপাশা উপজেলায় গোলকপুর বাজার একেই স্থানে বিএনপির বিবাদমান নজির ও রফিক দুই গ্রুপের সমাবেশ ডাকায় উপজেলা প্রশাসন ১৪৪ধারা জারি করেছে। সোমবার সকাল ৬টা থেকে রাত ১২টা পর্যন্ত উপজেলার গোলকপুর বাজার ও এই এলাকার আশ পাশে এ ১৪৪ধারা জারি থাকবে। উপজেলার গোলকপুর বাজার ও এই এলাকার আশ পাশে কোন ধরনের সভা সমাবেশ নিষিদ্ধ করে উপজেলা নির্বাহী কর্মকতা মামুন খন্দকার সন্ধ্যায় মাইকিং করে এ আদেশ জারি করেন। স্থানীয় ও এলাকাবাসী জানায়,সোমবার সকাল ১১টায় উপজেলার গোলবপুর বাজারে জেলা বিএনপির সাবেক কমিটির সভাপতি ও সুনামগঞ্জ ১আসনের সাবেক এমপি নজির হোসেনের সভাপতিত্বে পূর্ব নির্ধারীত বিএনপির সদস্য ও নবায়ন সভার আহবান করা হয়। কিন্তু অপর পক্ষ ডাঃ রফিকুল ইসলাম চৌধুরীর গ্রুপের ছাত্রদলের যুগ্ম আহবায়ক হামিদুল ইসলামের নেতৃত্বে বিক্ষোব মিছিল ও জনসভার আহবান করা হয়। এর ফলে এলাকায় জনগনের মাঝে ব্যাপক আলোচনা সমালোচনা শুরু হয় ও এলাকায় উত্তেজনা দেখা দেয়। এই বিষয়টি প্রশাসন কে অবহতি করা হলে পরিস্থিতি সাভাবিক রাখতে ১৪৪ধারা জারি করে উপজেলা প্রশাসন। ধর্মপাশা উপজেলা নির্বাহী কর্মকর্তা মামুন খন্দকার জানান,আইন শৃংখলা রক্ষা ও এলাকার শান্তি শৃংখলা রক্ষার স্বার্থে ও ধর্মপাশা থানার নিবার্হী অফিসার্স ইনচার্জের আবেদনের প্রেক্ষিতে ১৪৪ধারা জারি করা হয়েছে।

এই পোস্টটি শেয়ার করতে চাইলে :Share on FacebookShare on Google+Tweet about this on TwitterEmail this to someoneShare on LinkedIn