- সুনামগঞ্জ বার্তা - http://sunamganjbarta.com -

নতুন রাষ্ট্রপতি নিয়ে বিএনপির তাৎক্ষণিক প্রতিক্রিয়া

দেশের ২২তম রাষ্ট্রপতি হতে যাচ্ছেন দুর্নীতি দমন কমিশনের (দুদক) সাবেক কমিশনার মোহাম্মদ সাহাবুদ্দিন আহমেদ চুপ্পু।রোববার (১২ ফেব্রুয়ারি) রাষ্ট্রপতি নির্বাচনে ক্ষমতাসীন আওয়ামী লীগের প্রার্থী হিসেবে তাকে মনোনয়ন দেয়া হয়েছে।নির্বাচন কমিশনে (ইসি) আজ সকালে দলীয় প্রার্থী হিসেবে সাহাবুদ্দিন চুপ্পুর নাম দাখিল করেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। এ বিষয়ে তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন বলেছেন, এই নির্বাচন (রাষ্ট্রপতি পদ) নিয়ে তাদের কোনো আগ্রহ নেই।

রোববার দুপুরে গুলশানে বিএনপির চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘রাষ্ট্রপতির মনোনয়ন নিয়ে আগ্রহী নয় বিএনপি, সরকার কি করছে না করছে, সে বিষয়ে কিছু বলতে চাই না।’ এ সময় সরকারের সমালোচনা করে খন্দকার মোশাররফ বলেন, ‘বিশৃঙ্খলা সৃষ্টির লক্ষ্যেই বিএনপির কর্মসূচির বিপরীতে পাল্টা কর্মসূচি দিচ্ছে ক্ষমতাসীনরা। গত ১৪ বছরে বিএনপির ৫০ লাখ নেতাকর্মীকে গ্রেফতার করা হয়েছে।’ তিনি বলেন, সরকার জনবিচ্ছিন্ন হয়ে গেছে। সরকারের বিদায় ঘণ্টা বেজে গেছে। এ সময় দলের স্থায়ী কমিটির সদস্য ড. মঈন খান বলেন, বিএনপির কর্মসূচিতে অব্যাহতভাবে বাধা দিচ্ছে সরকার। ওসিদের নেতৃত্বে পুলিশ সদস্যরাই কর্মসূচি পণ্ড করছে।

বিএনপির স্থায়ী কমিটির আরেক সদস্য মির্জা আব্বাস দাবি করেন, গণ্ডগোল করার উদ্দেশ্যেই সরকার বিএনপির কর্মসূচির দিন পাল্টা কর্মসূচি দিয়ে যাচ্ছে।

এই পোস্টটি শেয়ার করতে চাইলে :Share on Facebook [১]Share on Google+ [২]Tweet about this on Twitter [৩]Email this to someone [৪]Share on LinkedIn [৫]