নর্থ সাউথ বিশ্ববিদ্যালয় বসুন্ধরা ক্যাম্পাস সাময়িকভাবে বন্ধ ঘোষণা করেছে কর্তৃপক্ষ। ফলে বন্ধ থাকবে সেখানকার সকল ক্লাস ও পরীক্ষা। বৃহস্পতিবার বিকেল ৫টার দিকে বিশ্ববিদ্যালয়ের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এর আগে বুধবার মোটর সাইকেল রাখাকে কেন্দ্র করে নিরাপত্তারক্ষীদের পিটুনিতে শাহরিয়ার হাসনাত তপু নামে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আহত হন। তিনি নর্থ সাউথের বিবিএর ষষ্ঠ সেমিস্টারের ছাত্র ছিলেন। তাকে এ্যাপোলো হাসপাতালে চিকিৎসার পর ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়।
এ ঘটনার জের ধরে বৃহস্পতিবার সকালে প্রগতি সরণিতে সড়ক অবরোধ করে বিক্ষোভ চালায় বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা। দুপুরের দিকে পুলিশ তাদের সরিয়ে দিলে তা সংঘর্ষে রূপ নেয়। এক পর্যায়ে সংঘর্ষ রণক্ষেত্রে রূপ নেয়। সংঘর্ষ বিশ্ববিদ্যালয়ের মূল ক্যাম্পাসে গিয়ে ঠেকে। এক পর্যায়ে বিশ্ববিদ্যালয়ের একাডেমিক বডি বৈঠকে বসে ক্যাম্পাস বন্ধের সিদ্ধান্ত নেয়। সিদ্ধান্ত অনুযায়ী বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ জানায়, ছাত্র/ছাত্রীদের ক্যাম্পাস ত্যাগের নির্দেশ দেওয়া হয়েছে। শুক্রবারের কোনো ক্লাস-পরীক্ষা হবে না। আর শনিবার ক্লাস পরীক্ষা হবে কিনা তা বসে সিদ্ধান্ত জানানো হবে।

এই পোস্টটি শেয়ার করতে চাইলে :Share on FacebookShare on Google+Tweet about this on TwitterEmail this to someoneShare on LinkedIn