হাতে লাল-সবুজের পতাকা, কন্ঠে ‘পূর্ব দিগন্তে সূর্য উঠিছে রক্তলাল’ সঙ্গীতের পাশাপাশি রাজাকার ও জঙ্গিমুক্ত বাংলাদেশ প্রতিষ্ঠার স্লোগানে নিউইয়র্কে স্বাধীনতা দিবস’র ‘স্বাধীনতা শোভাযাত্রা’ অনুষ্ঠিত হলো। ২৬ মার্চ রোববার অপরাহ্নে দুর্যোগপূর্ণ আবহাওয়ার মধেই শতশত প্রবাসী জ্যাকসন হ্ইাটসের রাস্তায় এ শোভাযাত্রায় অংশ নেন। নেতৃত্ব দেন মুুক্তিযুদ্ধে আমেরিকান বন্ধু লেয়ার লেভিনকে সাথে নিয়ে প্রবাসের মুক্তিযোদ্ধারা। বেলুন উড়িয়ে এ শোভাযাত্রার উদ্বোধন ঘোষণা করেন নিউইয়র্ক সিটির পাবলিক এডভোকেট লেটিসা জেমস। এর আগে ডাইভার্সিটি প্লাজায় মুক্তমঞ্চে স্থাপিত জাতীয় স্মৃতিসৌধে মুক্তিযোদ্ধা অভিবাদন জ্ঞাপন করেন। এ কর্মসূচির নেতৃত¦ দেন ‘সেক্টর কমান্ডার্স ফোরাম’র নবগঠিত যুক্তরাষ্ট্র শাখার আহবায়ক রাশেদ আহমেদ। এ সময় হিমেল হাওয়ার মধ্যেই নতুন প্রজন্মের শিশু-কিশোরেরা চিত্রাঙ্কন ও রচনা প্রতিযোগিতায় অংশ নেয়।

প্রবাসের ৪৬ কবির আবৃত্তি ও কবিতা পাঠের পর উপস্থিত ২০ মুক্তিযোদ্ধাকে লাল-সবুজের উত্তরীয় পরিয়ে বিশেষ সম্মান জানানো হয়। এ পর্বের উপস্থাপন করেন মুক্তধারা ফাউন্ডেশনের দিনব্যাপি এ কর্মসূচির আহবায়ক মুক্তিযোদ্ধা তাজুল ইমাম। সম্মানপ্রাপ্ত মুক্তিযোদ্ধার মধ্যে ছিলেন মমতাজ হাসান বীরপ্রতিক, ক্যাপ্টেন (অব:)সাঈদ বীরপ্রতিক, ড. নূরন্নবী, মাহবুবুর রহমান, লাবলু আনসার, আবুল কাশেম সরকার, নূরল ইসলাম, আয়ুব আলী খান প্রমুখ। এরপর মূলমঞ্চে মুক্তিযুদ্ধের পক্ষে অবিস্মরণীয় ভূমিকা পালনকারি আমেরিকান লেয়ার লেভিনকে বিশেষভাবে সম্মান জানানো হয়। এ পর্বের সঞ্চালনা করেন সাংবাদিক ও লেখক হাসান ফেরদৌস। স্বাধীনতা দিবসের আমেজে শিশু-কিশোরদের প্রতিযোগিতায় বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন মুক্তিযোদ্ধা নূরল ইসলাম ও আবুল কাশেম। এ পর্বের সমন্বয় করেন নারী সংগঠক রানু ফেরদৌস ও লেখিকা নাসরীন চৌধুরী।
প্রসঙ্গত: উল্লেখ্য যে, ২০২১ সালে স্বাধীনতা দিবসের ৫০ বছর পূর্তিকে সামনে রেখে গত বছর থেকেই প্রস্তুতিমূলক নানা কর্মসূচির আয়োজন করছে মুক্তধারা ফাউন্ডেশন। রজত জয়ন্তী উৎসবে ব্যাপক লোক-সমাগমের প্রস্তুতি কর্মসূচিতে বিভিন্ন শ্রেণী ও পেশার প্রবাসী ছাড়াও নতুন প্রজন্মের অংশগ্রহণ সকলকে আশান্বিত করছে বলে জানান মুক্তধারা ফাউন্ডেশনের কর্ণধার বিশ্বজিৎ সাহা। এবারের বিভিন্ন পর্বে সঙ্ীত পরিবেশন করে সুর ও ছন্দ শিল্পী গোষ্ঠি, বহ্নিশিখা সংগীত নিকেতনের শিল্পীরা। সমগ্র অনুষ্ঠানে নিউইয়র্কে বাংলাদেশের কন্সাল জেনারেল শামীম আহসানও ছিলেন সরব।

এই পোস্টটি শেয়ার করতে চাইলে :Share on FacebookShare on Google+Tweet about this on TwitterEmail this to someoneShare on LinkedIn