- সুনামগঞ্জ বার্তা - http://sunamganjbarta.com -

নৌকাকে বিজয়ী করতে সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে-জয়া সেন গুপ্তা

কর্মীসভায় আওয়ামী লীগ মনোনীত প্রার্থী ড. জয়া সেনগুপ্তা বলেন, ‘সুরঞ্জিত সেনগুপ্তকে আপনারাই বার বার নির্বাচিত করে জাতীয় নেতা করেছিলেন। আপনাদের প্রতি সম্মান দেখিয়েই মাননীয় প্রধানমন্ত্রী দলীয় সভানেত্রী আসন্ন উপ-নির্বাচনে আমাকে দলীয় প্রার্থী ঘোষণা করেছেন। দলীয় সভানেত্রী’র এই উপহারকে আমরা আজীবন শ্রদ্ধার সঙ্গে লালন করবো। বঙ্গবন্ধু, শেখ হাসিনা এবং প্রয়াত সুরঞ্জিত সেন গুপ্তের প্রতীক নৌকাকে বিজয়ী করার জন্য ঐক্যবদ্ধ থাকতে হবে। মনে রাখতে হবে এই নৌকা আওয়ামী লীগের, এই নৌকা বাঙালি জাতির। নৌকার সম্মানের সঙ্গে জাতির পিতার সম্মান জড়িত।’  তিনি বলেন,‘আমার স্বামী প্রয়াত সুরঞ্জিত সেন গুপ্ত আমাদের সকলের মতোই মানুষ ছিলেন, মানুষ হিসেবে আমরা কেউই ভুল ভ্রান্তির উর্ধ্বে নই, তাই উনারও অনেক ভুল থাকতে পারে, উনার স্ত্রী হিসেবে আমি ক্ষমাপ্রার্থী। আপনারা দয়া করে উনার ভুলগুলোকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখে, সকল কষ্ট ভুলে নৌকার পক্ষে ঘরে ঘরে যাবেন, আমার সালাম পৌঁছে দেবেন।’
মুহিবুর রহমান মানিক এমপি বলেন, ‘আওয়ামী লীগে থেকে আওয়ামী লীগের ক্ষতি’র চেষ্টা করছে একটি মহল। প্রধানমন্ত্রী দলীয় সভানেত্রী কঠোরভাবে বলে দিলেও তারা উনার কথা অমান্য করে বিভিন্ন ষড়যন্ত্র করছে। আমরা কেন্দ্রীয় নেতৃবৃন্দকে এসব বিষয় অবগত করবো।’  প্রয়াত সুরঞ্জিত সেন গুপ্তের পুত্র সৌমেন সেন গুপ্ত বলেন, ‘দিরাই-শাল্লার আওয়ামী লীগ নেতা কর্মীদের উচ্ছাস-উদ্দীপনাই জানান দিচ্ছে নৌকার বিজয় কেউ ঠেকাতে পারবে না।’

সন্ধ্যায় সাবেক পৌরমেয়র আজিজুর রহমান বুলবুলের বাসায় দিরাই ও শাল্লা উপজেলা আ.লীগ ও অঙ্গ সংগঠনের নেতা-কর্মীদের যৌথসভা অনুষ্ঠিত হয়। সভায় দিরাই উপজেলা নির্বাচন পরিচালনা কমিটি গঠন করা হয়। এছাড়া নির্বাচনী এলাকার জন্য মুহিবুর রহমান মানিক এমপিকে আহ্বায়ক করে একটি সমন্বয় কমিটি গঠন করা হয়েছে।

এই পোস্টটি শেয়ার করতে চাইলে :Share on Facebook [১]Share on Google+ [২]Tweet about this on Twitter [৩]Email this to someone [৪]Share on LinkedIn [৫]