- সুনামগঞ্জ বার্তা - http://sunamganjbarta.com -

পুরুষ অভিভাবক সঙ্গী ছাড়া হজ ও ওমরাহ করতে পারবেন নারীরা

সঙ্গী হিসেবে পুরুষ অভিভাবক ছাড়া নারীদেরকে হজ ও ওমরাহ করার অনুমতি দিয়েছে সৌদি আরব। দেশটির হজ ও ওমরাহ বিষয়ক মন্ত্রী তাওফিক বিন ফাওজান আল রাবিয়া এ ঘোষণা দিয়েছেন। রাষ্ট্রীয় বার্তা সংস্থা এসপিএ’কে উদ্ধৃত করে এ খবর দিয়েছে অনলাইন আরব নিউজ। কায়রোতে সৌদি আরবের দূতাবাসে এক সংবাদ সম্মেলনে অন্য বিষয়গুলোর সঙ্গে এ ঘোষণা দেয়া হয়েছে। ওই সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন মিশরে নিযুুক্ত সৌদি আরবের রাষ্ট্রদূত ওসামা বিন আহমেদ নুগালি ও সিনিয়র কর্মকর্তারা। হজ ও ওমরাহ সার্ভিসের উপদেষ্টা আহমেদ সালেহ হালাবি বলেছেন, পুরুষ অভিভাবক ছাড়া নারীদের এখন হজ ও ওমরাহ করার অনুমতি আছে। তবে সঙ্গে থাকতে হবে হজ ও ওমরাহকারী বিশ্বাসযোগ্য নারীদের দল।

 এটা হলো মালিকি এবং শাফিই মতাবলম্বী ধর্মীয় নেতাদের মত। তিনি আরও বলেন, মিশরে আল আজহার আল শরীফের ফতোয়া বিষয়ক সুপারভাইজার আব্বাস শোমান গত মার্চে ঘোষণা দিয়েছেন যে, পুরুষ অভিভাবক ছাড়া একজন নারী হজ ও ওমরাহ করতে পারবেন। হজ বিষয়ক মন্ত্রণালয়ের সাবেক উপদেষ্টা ও লেখক ফাতিন ইব্রাহিম হোসেন বলেছেন, সৌদি ভিশন ২০৩০-এর অধীনে হজ ও ওমরাহ পালনে মুসলিমদের সব রকম সুবিধা দেবে সৌদি আরব। পুরুষ সঙ্গী ছাড়া নারীদের হজ করার

কারণ, অনেকেই জটিল সামাজিক অবস্থায় থাকেন। তারা হয়তো তেমন পুরুষ সঙ্গীর ব্যবস্থা করতে পারেন না। অথবা এমনও হতে পারে, তারা অর্থের সংস্থান করতে পারেন না। কিন্তু ওমরাহ করার জন্য উদগ্রীব থাকেন তারা। সৌভাগ্য যে, এর ফলে সামাজিক ও অর্থনৈতিক সব ইস্যু ইতিবাচক ভূমিকা রাখবে।

 

এই পোস্টটি শেয়ার করতে চাইলে :Share on Facebook [১]Share on Google+ [২]Tweet about this on Twitter [৩]Email this to someone [৪]Share on LinkedIn [৫]