- সুনামগঞ্জ বার্তা - http://sunamganjbarta.com -

প্রধানমন্ত্রী কর্তৃক শাল্লায় ৪০০ কিলোওয়াট সোলার বিদ্যুৎ কেন্দ্র উদ্বোধন

হিল্লোল পুরকায়স্থ :: রবিবার গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী গণভবন থেকে ডিভিও কনফারেন্সিং এর মাধ্যমে শাল্লা উপজেলার হবিবপুর ইউনিয়নের সাসকাই গ্রামে ৪০০ কিলোওয়াট সোলার ফটোভোলটাইক বিদ্যুৎ কেন্দ্রের শুভ উদ্বোধন ঘোষণা করেন। এরপর মাননীয় প্রধানমন্ত্রী ভিডিও কনফারেন্সিং এর মাধ্যমে সুনামগঞ্জ জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে উপস্থিত প্রশাসন, জনপ্রতিনিধি, গণ্যমান্য ব্যক্তিবর্গ ও উপকারভোগীদের সাথে মতবিনিময় করেন। জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা প্রশাসক মোঃ সাবিরুল ইসলাম এর সঞ্চালনায় এসময় উপস্থিত ছিলেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় অর্থ ও পরিকল্পনা প্রতিমন্ত্রী এম.এ.মান্নান, সুনামগঞ্জ-২ আসনের সংসদ সদস্য ড. জয়া সেনগুপ্তা, সুনামগঞ্জ- ৫ আসনের সংসদ সদস্য মুহিবুর রহমান মানিক, সুনামগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য এ্যাড. পীর ফজলুর রহমান মিসবাহ, বাংলাদেশ জলবায়ু পরিবর্তন ট্রাস্টের উপ-ব্যবস্থাপনা পরিচালক যুগ্মসচিব মোঃ মোখলেছার রহমান সরকার, বিদ্যুৎ বিভাগের যুগ্মসচিব এ. টি. এম. মোস্তফা কামাল, সুনামগঞ্জ জেলা আওয়ামীলীগের সভাপতি আলহাজ্ব মতিউর রহমান, পুলিশ সুপার বরকতুল্লাহ খান, সিভিল সার্জন আশুতোষ দাশ, সুনামগঞ্জ পৌরসভার মেয়র আয়ুব বখত জগলুল, জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ব্যারিস্টার এম. এনামুল কবীর ইমন, শাল্লার উপজেলার উপজেলা নির্বাহী অফিসার মুহাঃ মাছুম বিল্লাহ, দক্ষিণ সুনামগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান হাজী আবুল কালাম, দোয়ারাবাজার উপজেলা পরিষদের চেয়ারম্যান।

জেলা প্রশাসক মোঃ সাবিরুল ইসলাম বলেন মাননীয় প্রধানমন্ত্রী আপনার ১০টি বিশেষ উদ্যোগের একটি ঘরে ঘরে বিদ্যুৎ পৌছে দেয়ার লক্ষে বিদ্যুৎ বিভাগের আয়োজনে চারটি বিদ্যুৎ কেন্দ্র এবং দশটি উপজেলায় শতভাগ বিদ্যুতায়ন কার্যক্রমের অংশ হিসেবে শাল্লা ৪০০ কিলোওয়াট সোলার বিদ্যুৎ কেন্দ্রের এই উদ্বোধনী অনুষ্ঠানে হাওরকন্যা সুনামগঞ্জের জনগণের পক্ষ হতে আপনাকে জানাই শ্রদ্ধা সালাম। আপনার এই মহতী উদ্যোগ সুনামগঞ্জের প্রত্যন্ত উপজেলা শাল্লার মানুষকে করেছে উজ্জীবিত আর আমাদের স্বপ্ন দেখাচ্ছে ২০৪১ সালের মধ্যে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সোনার বাংলা গঠনের।

এই পোস্টটি শেয়ার করতে চাইলে :Share on Facebook [১]Share on Google+ [২]Tweet about this on Twitter [৩]Email this to someone [৪]Share on LinkedIn [৫]