- সুনামগঞ্জ বার্তা - http://sunamganjbarta.com -

প্রেসিডেন্ট সেরাজুদ্দৌলা

তারিক আহমেদ পুরান ঢাকার বাসিন্দা। নিজেকে নবাব সিরাজ-উদ-দৌলার বংশধর দাবী করে নামের পাশে ‘দৌলা’ টাইটেল লাগিয়েছেন। তার স্ত্রী তাঞ্জানিয়া, বরিশালের মেয়ে। স্ত্রীর কথায় বরিশালের টান আছে। এটা নিয়ে স্বামী তারিক-উদ-দৌলার ক্ষোভ। প্রতি রাতে তাদের মাঝে ঝগড়া লাগে। শেষ নবাবের বংশধরের বিবিকে শুদ্ধ ভাষায় কথা বলতে হবে। বরিশালের টানে কথা বলা চলবে না। তাই বিবিকে শুদ্ধ ভাষা শেখানো হয়।এমনই এক কাহিনী নিয়ে আরটিভিতে শুরু হচ্ছে ধারাবাহিক নাটক ‘প্রেসিডেন্ট সেরাজুদ্দৌলা’। হুমায়ূন সাধুর রচনা ও রায়হান খানের পরিচালনায় নাটকটি প্রচার হবে ৩ মার্চ থেকে প্রতি সপ্তাহের শুক্র, শনি ও রবিবার রাত ৮টা ১০ মিনিটে। নাটকটির বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন মোশাররফ করিম, তারিক আনাম খান, আখম হাসান, আরফান, মুনিরা মিঠু, রুনা খান, নোভা প্রমূখ। ‘প্রেসিডেন্ট সেরাজুদ্দৌলা’য় আরো দেখা যায়, তারিক-উদ-দৌলা নিজে কথা বলেন ঢাকাইয়া ভাষায়। কিন্তু মনে করেন এটা অভিজাত ভাষা ও এটাই নবাবের ভাষা ছিলো।

এই পোস্টটি শেয়ার করতে চাইলে :Share on Facebook [১]Share on Google+ [২]Tweet about this on Twitter [৩]Email this to someone [৪]Share on LinkedIn [৫]