- সুনামগঞ্জ বার্তা - http://sunamganjbarta.com -

ফেঞ্চুগঞ্জের শাহজালালে সার উৎপাদন বন্ধ

সিলেটের ফেঞ্চুগঞ্জের নব-নির্মিত শাহ জালাল সার কারখানার গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করেছে জলালাবাদ গ্যাস কর্তৃপক্ষ। এতে সার উৎপাদন বন্ধ হয়ে গেছে। সরকারি নির্দেশে গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে বলে জানা গেছে। এতে প্রতিদিন প্রায় ৩ কোটি টাকার ক্ষতি হবে। আজ (মঙ্গলবার) সকাল ১১টা ২০ মিনিট থেকে অর্নিদিষ্টকালের জন্য কারখানার সার উৎপাদন বন্ধ হয়ে যায়। শাহজালাল সার কারখানার ব্যবস্থাপনা পরিচালক প্রকৌশলী মনিরুল হক বলেছেন, আজ সকাল থেকে জালালাবাদ গ্যাস কর্তৃপক্ষ কারখানার গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করে দিয়েছে। বিষয়টি নিয়ে আমরা বিসিআইসির প্রধান কার্যালয়কে অবহিত করেছি। জালালাবাদ গ্যাস কর্তৃপক্ষ জানিয়েছে, সেচ প্রকল্পে গ্যাসের চাপ আছে। উল্লেখ্য, শাহ জালাল সার কারখানায় প্রতিদিন ৩ কোটি টাকা মূল্যের ১,৭৬০ মেট্রিকটন ইউরিয়া উৎপাদন হয়ে থাকে।
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :Share on Facebook [১]Share on Google+ [২]Tweet about this on Twitter [৩]Email this to someone [৪]Share on LinkedIn [৫]