- সুনামগঞ্জ বার্তা - http://sunamganjbarta.com -

ফেসবুক নিজে সরিয়ে দেবে ভূয়া ও উস্কানিমূলক পোস্ট

ভূয়া ও হিংসা ছড়াতে পারে এমন পোস্ট নিজে থেকে সরিয়ে নেবে ফেসবুক। গতকাল ফেসবুক কর্তৃপক্ষ আন্তর্জাতিক সংবাদমাধ্যম সিএনবিসিকে এমনটি জানায়। সামাজিক গণমাধ্যমটির দাবি তারা ইতিমধ্যে শ্রীলংকায় নতুন এ নীতি চালু করে সাফল্য পেয়েছে। ফেসবুকের মুখপাত্র বলেন, আমরা ফেসবুকে নতুন করে এক নীতি চালু করতে যাচ্ছি। যেটি ফেসবুকের সকল ধরনের হিংসা, বিদ্বেষ গুজব ছড়ানো রুখবে। এ ধরনের পোস্ট ফেসবুক নিজে থেকে সরিয়ে নিবে। আগামী কয়েক বছরের মধ্যে এই নীতি সকল দেশে চালু করবে বলে জানায় ফেসবুক কর্তৃপক্ষ। কয়েকদিন আগে শ্রীলঙ্কায় সামাজিক মাধ্যমে গুজব ছড়ায়। গুজবে ছড়ানো হয় বৌদ্ধদের হত্যার উদ্দেশ্যে মুসলিম সম্প্রদায়ের মানুষজন খাবারে বিষ মিশিয়ে বিক্রি করছে। তার জেরে শ্রীলঙ্কার নানা জায়গায় জাতি হিংসা ছড়িয়ে পড়ে। এরপর ফেসবুক কর্তৃপক্ষ শ্রীলঙ্কায় এই নীতি প্রয়োগ করে এবং সমস্ত উস্কানিমূলক পোস্ট মুছে দিতে শুরু করে। এবার সেই পদ্ধতিই সারা বিশ্বে কার্যকর করা হচ্ছে বলে ফেসবুক কর্তৃপক্ষ জানিয়েছেন।
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :Share on Facebook [১]Share on Google+ [২]Tweet about this on Twitter [৩]Email this to someone [৪]Share on LinkedIn [৫]