- সুনামগঞ্জ বার্তা - http://sunamganjbarta.com -

ফেসবুক পেজ ভেরিফিকেশন চেষ্টায় দুদক

দুর্নীতি দমন কমিশনের চেয়ারম্যান ইকবাল মাহমুদ বলেছেন, নিজেদের ফেসবুক পেজ ভেরিফিকেশনের আবেদন জানিয়েছে দুদক। পেজটি ভেরিফায়েড হলে দুদক সামাজিক যোগাযোগ মাধ্যমে আরো সক্রিয় হবে।বৃহস্পতিবার গণমাধ্যমের সঙ্গে মতবিনিময় সভায় দুর্নীতি বন্ধে জনসচেতনতা গড়তে সামাজিক যোগাযোগ মাধ্যমে দুদককে আরো সক্রিয় হওয়ার অনুরোধ জানালে তিনি বলেন, আমরা আরো সক্রিয় হওয়ার জন্য ভেরিফিকেশনের জন্য আবেদন করেছি।দুদক চেয়ারম্যান জানান, অামরা ফেসবুকেও আছি। আমাদের পেজে ১২ হাজারের মতো ফলোয়ার আছে। কিন্তু, সমস্যা হলো যে দুদকের নামে অন্যরা আরো কয়েকটি পেজ খুলেছে। আমরা তাই আগে আমাদের পেজটি ভেরিফাই করতে চাই সেসময় তিনি জানান, দুদকের কাছে অভিযোগ জানাতে ১০৬ নম্বরে ফোন করার জন্য সাকিব আল হাসানকে দিয়ে তারা একটি প্রচারণামূলক ভিডিও করেছেন। ভিডিওটি টেলিভিশন চ্যানেলগুলোতে প্রচারের পাশাপাশি সামাজিক যোগাযোগ মাধ্যমেও পোস্ট করা হবে।

এই পোস্টটি শেয়ার করতে চাইলে :Share on Facebook [১]Share on Google+ [২]Tweet about this on Twitter [৩]Email this to someone [৪]Share on LinkedIn [৫]