- সুনামগঞ্জ বার্তা - http://sunamganjbarta.com -

বঙ্গবন্ধু হত্যাকাণ্ড নিয়ে নাটক

কবি শহিদ রাহমানের গল্প ‘মহামানবের দেশে’ অবলম্বনে এর আগে ‘ইতিহাসের কৃষ্ণপক্ষ’ এবং ‘কবি ও কবিতা’ নামের দুটি কাহিনিচিত্র নির্মিত হয়েছে। এবার নির্মিত হলো এ গল্প নিয়ে তৃতীয় কাহিনিচিত্র ‘তখন পঁচাত্তর’। মিরন মহিউদ্দীনের চিত্রনাট্যে এটি নির্দেশনা দিয়েছেন আবু হায়াত মাহমুদ। এ মাসের শুরুর দিকে টানা তিন দিন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের বাসভবনসহ এর কয়েকটি হল, কমলাপুর রেলস্টেশন ও সাঁতারকুলে এটির দৃশ্যধারণ হয়েছে। নাটকে দেখা যাবে- দেশের রাষ্ট্রপতির দায়িত্ব নেওয়ার পর  প্রথমবারের মতো ঢাকা বিশ্ববিদ্যালয় আসবেন বঙ্গবন্ধু। এ উপলক্ষে ১৯৭৫ সালের ১৫ আগস্ট জমকালো এক অনুষ্ঠানের আয়োজন নিয়ে ব্যস্ত পুরো ঢাবি ক্যাম্পাস।  এরপর আরও কিছু ঘটনা এতে যুক্ত হবে। তিয়াসা মাল্টিমিডিয়ার ব্যানারে নির্মিত এ নাটকটি প্রযোজনা করেছেন মোহাম্মদ মোর্শেদ আলম। এতে অভিনয় করেছেন রাইসুল ইসলাম আসাদ, রুনা খান, শ্যামল মাওলা, ঊর্মিলা শ্রাবন্তী কর, রাশেদ মামুন অপু, রামিজ রাজু, এসএম মহসীন, হিন্দোল রায় প্রমুখ।  সম্প্রতি বাংলাদেশ শিল্পকলা একাডেমির চিত্রশালা মিলনায়তনে ‘তখন পঁচাত্তর’-এর প্রিমিয়ার শো অনুষ্ঠিত হয়। এটি দেশের একটি বেসরকারি চ্যানেলে প্রচার হবে।.
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :Share on Facebook [১]Share on Google+ [২]Tweet about this on Twitter [৩]Email this to someone [৪]Share on LinkedIn [৫]