- সুনামগঞ্জ বার্তা - http://sunamganjbarta.com -

বন্যায় ক্ষতিগ্রস্তকে ঘর, চিকিৎসা সহায়তা দিয়েছে নান্দনিক ফাউন্ডেশন

শতাব্দীর সবচেয়ে ভয়াবহ বন্যায় ক্ষতিগ্রস্ত হয় পৌর শহরের হাসন নগর এলাকার তারা মিয়ার বসত ঘর। অসহায় তারা মিয়াকে নতুন ঘর নির্মাণ করে দিয়েছে নান্দনিক ফাউন্ডেশন। এদিকে বন্যায় হাজী পাড়া এলাকার রেখা বেগমের সেলাই মেশিন নষ্ট হয়। তাকে সেলাই মেশিন ক্রয়ের জন্য নগদ সহায়তা প্রদান করা হয়। এছাড়াও ক্যান্সারে আক্রান্ত সুনামগঞ্জ সরকারী কলেজ রোড এলাকার পারুল বেগম কে চিকিৎসার জন্য নগদ অর্থ প্রদান সহায়তা করে নান্দনিক ফাউন্ডেশন। শনিবার ঘর হস্তান্তর এবং নগদ অর্থ সহায়তা প্রদানের সময় উপস্থিত ছিলেন নান্দনিক ফাউন্ডেশনের চেয়ারম্যান ব্যারিস্টার ফারজানা শিলা, ফাউন্ডেশনের প্রধান পৃষ্ঠপোষক ও সুনামগঞ্জ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ব্যারিস্টার এম. এনামুল কবির ইমন, সুনামগঞ্জ জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক সিরাজুর রহমান সিরাজ, পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মলয় চক্রবর্তী রাজু, সুনামগঞ্জ মহিলা সমিতির সদস্য পারভিন আক্তার।

এই পোস্টটি শেয়ার করতে চাইলে :Share on Facebook [১]Share on Google+ [২]Tweet about this on Twitter [৩]Email this to someone [৪]Share on LinkedIn [৫]