২০২১ সালের মধ্যে  হাওরপাড়ের প্রতিটি গ্রামে বিদ্যুৎ পৌঁছে দেওয়ার জন্য শেখ হাসিনা সরকার কাজ করে যাচ্ছে।  দিরাই উপজেলার করিমপুর ইউনিয়নের কেজাউরা গ্রামে বিদ্যুৎ লাইনের উদ্বোধনে প্রধান অতিথির বক্তব্যে দিরাই শাল্লা আসনের সংসদ সদস্য ড. জয়া সেনগুপ্তা এসব কথা বলেন। তিনি বলেন বর্তমান সরকার  কৃষির উন্নয়নে ভূমিকা রাখা ছাড়াও হাওরপাড়ে শিক্ষা বিস্তারের  ক্ষেত্রে বিশেষ ভূমিকা রাখছে। শুক্রবার দিরাই উপজেলার করিমপুর ইউনিয়নের  কেজাউরা গ্রামে বিদ্যুৎ লাইনের উদ্বোধনী অনুষ্ঠানে করিমপুর ইউনিয়ন চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি আছাব উদ্দিন সরদারের  সভাপতিত্বে  বিশেষ অতিথি হিসেবে  বক্তব্য রাখেন, দিরাই পৌরসভার মেয়র মোশাররফ মিয়া, উপজেলা আওয়ামীলীগের সিনিয়র সহ-সভাপতি অ্যাডভোকেট সোহেল আহমদ, সাংগঠনিক সম্পাদক  অ্যাডভোকেট অভিরাম তালুকদার, উপজেলা যুবলীগের সভাপতি রঞ্জন কুমার  রায়,যুবলীগ নেতা মোহন চৌধুরী প্রমুখ।
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :Share on FacebookShare on Google+Tweet about this on TwitterEmail this to someoneShare on LinkedIn