- সুনামগঞ্জ বার্তা - http://sunamganjbarta.com -

বাংলাদেশের কাছ থেকে গণতন্ত্র শিখতে পারে বৃটেন: পররাষ্ট্রমন্ত্রী

ওয়েস্টমিনিস্টার পার্লামেন্টারি ডেমোক্রেসির সূতিকাগার বৃটেনের গণতন্ত্রে  দুর্বলতা থাকলে বাংলাদেশ থেকে শিক্ষা নিতে পারে বলে মন্তব্য করেছেন পররাষ্ট্রমন্ত্রী একে আব্দুল মোমেন। ঢাকা সফররত বৃটিশ পররাষ্ট্র প্রতিমন্ত্রী অ্যান-মেরি ট্রিভেলিয়ানের সঙ্গে রবিবার বৈঠকের পর সংবাদ ব্রিফিংয়ে তিনি এ মন্তব্য করেন। মন্ত্রী বলেন, আমাদের অস্তি-মজ্জায় গণতন্ত্র এবং ন্যায়পরায়ণতা বিদ্যমান। আমাদের রক্তে ন্যায্যতা ও মানবাধিকার। আমাদের এগুলো নিয়ে অন্যদের শিক্ষা দেয়ার কোনও সুযোগ নেই। আপনাদের (বৃটেনের) যদি কোনো দুর্বলতা থাকে, তাহলে আমাদের থেকে শিখতে পারেন। বাংলাদেশের আগামী নির্বাচন প্রসঙ্গে আলাপ পররাষ্ট্রমন্ত্রী আব্দুল মোমেন নিজেই শুরু করেন দাবি করে বলেন, আমাদের দেশের আগামী নির্বাচন নিয়ে তারা জিজ্ঞাসাও করেননি। আমি বলেছি যে, আমাদের দেশে একটি বিশ্বাসযোগ্য, একটি স্বচ্ছ, সুন্দর, গ্রহণযোগ্য নির্বাচন করতে চাই এবং এজন্য যেসব প্রতিষ্ঠান গড়ে তোলার দরকার, আমরা সেগুলো তৈরি করেছি। আমাদের গত ১৪ বছরে অনেক নির্বাচন হয়েছে। সেই পরিপ্রেক্ষিতে আমরা ফটো আইডি তৈরি করেছি, যাতে করে আগের মতো কারচুপি না হয়।

মন্ত্রী বলেন, একসময় এক কোটি ২৩ লাখ ভুয়া ভোটার ছিল এবং সেটি বন্ধ করার জন্য আমরা ফটোসহ  বায়োমেট্রিক আইডি করেছি। আমরা একটি শক্তিশালী ও গ্রহণযোগ্য নির্বাচন কমিশন করেছি এবং তাদের অসম্ভব বেশি ক্ষমতা দেয়া হয়েছে।তাদের বাজেটও স্বাধীন। এছাড়া নির্বাচনের সময়ে তারা যা চায়, সেটি করতে পারে। এসব প্রতিষ্ঠান তৈরি করা হয়েছে, যাতে করে একটি স্বচ্ছ, সুন্দর, গ্রহণযোগ্য নির্বাচন করা যায় বলে জানান পররাষ্ট্রমন্ত্রী। বৃটিশ মন্ত্রী কী মন্তব্য করেছেন জানতে চাইলে মোমেন বলেন, তিনি শুনেছেন। তবে তিনি বলেছেন, গণতন্ত্রে ভিন্নমত থাকতে পারে।

এই পোস্টটি শেয়ার করতে চাইলে :Share on Facebook [১]Share on Google+ [২]Tweet about this on Twitter [৩]Email this to someone [৪]Share on LinkedIn [৫]