ছাতক :: ছাতক উপজেলায় বিভিন্ন প্রকল্পের উদ্ভোধন করলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনার মুখ্য সচিব মো.নজিবুর রহমান বলেছেন, বঙ্গবন্ধু কন্যার দক্ষ নেতৃত্বে বাংলাদেশ এখন অপ্রতিরোধ্য অগ্রযাত্রার পথে এগিয়ে যাচ্ছে। মুখ্য সচিব মো.নজিবুর রহমান সভায় বলেন, বাংলাদেশ স্বল্প উন্নত থেকে মধ্যম আয়ের দেশে পরিণত হয়েছে। জনগনকে সাথে নিয়েই প্রধানমন্ত্রী শেখ হাসিনা এগিয়ে যাচ্ছেন। দেশের সকল মানুষের মুখে হাসি ফুটাতে সরকার কাজ করে যাচ্ছে। দেশকে আরও এগিয়ে নিতে সকলকে ঐক্যবদ্ধ কাজ করার আহবান জানান। শুক্রবার সকালে উপজেলা অডিটোরিয়ামে জনপ্রতিনিধি, সরকারি-বেসরকারি কর্মকর্তা, বিভিন্ন ভাতাপ্রাপ্ত উপকারভোগি, মিডিয়াও গন্যমান্য ব্যক্তিদের সাথে মতবিনিময়ে তিনি বলেন মাননীয় প্রধানমন্ত্রী আমাকে তার মুখ্য সচিব হিসেবে নিয়োগ প্রদান করায় মাদার অব হিউমিনিটি, বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনার সরাসরি তত্ত্বাবধানে কাজ করার জন্য এটি একটি বিরল সুযোগ। এ সুযোগ প্রদানের জন্য আমি মাননীয় প্রধানমন্ত্রীকে জানাচ্ছি বিনম্র শ্রদ্ধা ও কৃতজ্ঞতা। ছাতকে দিনব্যাপী উনার কর্মসূচীর মধ্যে ছিল উপজেলা পরিষদে বৃক্ষ রোপন, মুক্তিযোদ্ধা কমপ্লেক্সের ভিত্তি প্রস্তর স্থাপন, একটি বাড়ী একটি খামার প্রকল্প, আশ্রয়ন প্রকল্প, কমিউনিটি ক্লিনিক পরিদর্শন ও উপজেলা পরিষদে জনপ্রতিনিধি, সরকারী-বেসরকারী কর্মকর্তা, মুক্তিযোদ্ধা, বিভিন্ন ভাতাপ্রাপ্ত উপকারভোগী এবং গনমাধ্যম কর্মীদের সাথে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন প্রধানমন্ত্রীর মুখ্য সচিব। উপজেলা পরিষদ মিলনায়তনে মতবিনিময় সভায় বিশেষ অতিথি ছিলেন, সুনামগঞ্জ জেলা প্রশাসক সাবেরুল ইসলাম, পুলিশ সুপার বরকত উল্লাহ খান, সিলেটের অতিরিক্ত বিভাগীয় কমিশনার মৃণাল কান্তি দেব, সিভিল সার্জন আশোতুষ দাস, উপজেলা পরিষদের চেয়ারম্যান অলিউর রহমান চৌধুরী বকুল, ভাইস চেয়ারম্যান আবু সাহাদাত মোঃ লাহিন। সভায় ইউএনও নাসির উল্লাহ খান ছাতক উপজেলার অগ্রগতির বিষয়ে বিভিন্ন উন্নয়ন প্রকল্পের কার্যক্রম তুলে ধরেন। পরবর্তীতে মূখ্য সচিব নবনির্মিত ছাতক পৌরভবনের আনুষ্ঠানিক উদ্বোধন করেন। পরে বুড়াইরগাঁও কমিউনিটি ক্লিনিক ও বুড়াইরগাঁও গুচ্ছগ্রাম আশ্রায়ন প্রকল্পের কার্যক্রম পরিদর্শন করেন।

এই পোস্টটি শেয়ার করতে চাইলে :Share on FacebookShare on Google+Tweet about this on TwitterEmail this to someoneShare on LinkedIn