সুনামগঞ্জ সংবাদদাতা:: সুনামগঞ্জের বিশ্বম্বরপুরে দিগেন্দ্রবর্মন ডিগ্রি কলেজের অধ্যক্ষ’র বিরুদ্ধে আর্থিক অনিয়মের প্রমান পাওয়া গেছে। অভ্যন্তরীণ নীরিক্ষা কমিটি এ প্রতিবেদন দিয়েছে। এ নিয়ে শিক্ষক-শিক্ষার্থী ও এলাকাসীর মধ্যে তোলপাড় চলছে। একাধিক অভিভাবক জানান, শুধু আর্থিক অনিয়মই নয় অধ্যক্ষ’র বিরুদ্ধে স্বজনপ্রীতির অভিযোগ রয়েছে।

প্রতিবেদন থেকে জানা যায়, ২০১৫ সালের ১ জুলাই থেকে ২০১৬ সালের ৩০ জুন পর্যন্ত রসিদের মাধ্যমে কলেজের আয় হয় ৯০ লাখ ৯৯ হাজার ৬৯২ টাকা। ব্যয় হয় ৬৬ লাখ ১০ হাজার ৩৭৬ টাকা। ২৪ লাখ ৮৯ হাজার ৩১৬ টাকা ব্যাংকে জমা থাকার কথা থাকলেও সোনালী ব্যাংক বিশ্বম্ভরপুর শাখায় দেখা গেছে জমা আছে ১৫ লাখ ৪৫ হাজার ৪৬১ টাকা। বাকি ৯লাখ ৪৩ হাজার ৮৫৪ টাকা জমা হয়নি। এ ছাড়া পুকুর লিজ বাবদ ৪ লাখ ৬২ হাজার ও জেলা পরিষদ থেকে প্রাপ্ত ৫০ হাজার টাকারও কোন খোঁজ পাওয়া যাযনি।

প্রতিবেদনে বলা হয়, বিভিন্ন চেকে অনিয়ম ছাড়াও আগের অডিট রিপোর্টের লাকড়ি বিক্রির টাকা, ক্যাশবুক, উপবৃত্তির টিউশন ফির রেজিস্টার চালু ও দৈনন্দিন আদায়কৃত টাকা নিয়মিতভাবে ব্যাংকে জমা হয়নি।

এ ব্যাপারে দিগেন্দ্রবর্মন ডিগ্রি কলেজের গভর্ণিংবডির সভাপতি পীর ফজলুর রহমান মিসবাহ বলেন,কলেজের অভ্যন্তরীণ অডিটের জন্য আমিই বলেছিলাম। প্রতিবেদনে যদি কারো দুর্নীতির প্রমাণ পাওয়া যায় তার বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে।

এই পোস্টটি শেয়ার করতে চাইলে :Share on FacebookShare on Google+Tweet about this on TwitterEmail this to someoneShare on LinkedIn