- সুনামগঞ্জ বার্তা - http://sunamganjbarta.com -

বিস্বম্ভরপুরবাসী নিয়ে ‘দি হাঙ্গার প্রজেক্ট’ এর প্রশিক্ষণ ও সনদ প্রদান

দি হাঙ্গার প্রজেক্ট-বাংলাদেশ এর উদ্দ্যেগে সিলেটস্থ হোটেল ফরচুন গার্ডেন এ বিস্বম্ভরপুর উপজেলার বিভিন্ন রাজনৈতিক দলের প্রতিনিধি ও সুধীজনদের নিয়ে রাজনৈতিক সংস্কৃতি শক্তিশালী করণ শীর্ষক ০৩ দিন ব্যাপী প্রশিক্ষণ সম্পন্ন হয়েছে। গত মঙ্গলবার (২৪ অক্টোবর ২০১৭) বিকালে প্রশিক্ষণের সমাপনী অনুষ্ঠানে প্রশিক্ষণে অংশগ্রহনকারীগণকে আনুষ্টানিক ভাবে সনদ পত্র বিতরন করা হয়। দি হাঙ্গার প্রজেক্ট বাংলাদেশ এর সিলেট অঞ্চলের আঞ্চলিক সমন্বয়কারী মো: আব্দুল হালিম পরিচালনায় সনদ বিতরনী অনুষ্টানে প্রধান অতিথি ছিলেন সুজন সিলেট জেলা কমিটির সভাপতি ফারুক মাহমুদ চৌধরী।
সামাজিক সম্প্রীতির মাধ্যমে রাজনৈতিক দলের মধ্যে নির্বাচন কেন্দ্রিক সহিংসতা পরিহার করে সম্প্রীতির বাংলাদেশ গড়ার লক্ষে গত রবিবার (২২ অক্টোবর) ০৩দিন ব্যাপী উক্ত প্রশিক্ষণ শুরু হয়েছিল। এ প্রশিক্ষণের উদ্দেশ্য- অংশগ্রহনকারীগণ নির্বাচনী প্রক্রিয়া সম্পর্কে ধারনা লাভ করবেন এবং দ্বন্দ্ব নিরসনে দক্ষতা অর্জন করবেন- যাতে তারা সামাজিক সম্প্রীতি ও শান্তি প্রতিষ্ঠায় কার্যকর ভ’মিকা রাখতে পারেন। উক্ত প্রশিক্ষণে সহায়ক হিসেবে দায়িত্ব পালন করছেন-দি হাঙ্গার প্রজেক্ট বাংলাদেশ এর সিলেট অঞ্চলের আঞ্চলিক সমন্বয়কারী ও প্রোগ্রাম অফিসার মো: আব্দুল হালিম, সিনিয়র প্রোগ্রাম অফিসার (ট্রেনিং ইউনিট) তুহীন আফসারী, স্বেচ্ছাব্রতী প্রশিক্ষক মাহমুদুল হাসান ফয়েজ ও মেজবাহ উদ্দিন। প্রশিক্ষণে বিস্বম্ভরপুর উপজেলা আওয়ামীলীগ, উপজেলা বি এন পি, উপজেলা জাতীয় পার্টি, গণমাধ্যম প্রতিনিধি ও সুজন প্রতিনিধিসহ মোট ২০ জন অংশগ্রহনকারী এই প্রশিক্ষণে অংশগ্রহন করেন। প্রশিক্ষণে অংশগ্রহনকারীগণ হচ্ছেন- উপজেলা পরিষদ চেয়ারম্যান, মোহাম্মাদ হারুন অর রশীদ, ভাইস চেয়ারম্যান- সুলেমান তালুকদার, মহিলা ভাইস চেয়ারম্যান- আয়শা আক্তার, উপজেলা আওয়ামীলীগ সহ-সভাপতি আব্দুল কাইয়ুম, সাধারণ সম্পাদক- দীলিপ কুমার বর্মন, আলীগ নেতা-  মহরম আলী,অলিমান তালুকদার, মাহফুজা আক্তার রিনা, জবা রানী দেবী, উপজেলা বি এনপি নেতা- মদিনা আক্তার, আব্দুস সাত্তার, নুরুল ইসলাম, আবু জাফর উসমানি, নাছির উদ্দিন, মিজানুর রহমান, উপজেলা জাতীয় পার্টি – সাধারণ সম্পাদক, গোলাম মোস্তফা কামাল, মোর্শেদ মিয়া, সিরাজ মাষ্টার,  উপজেলা সুজন সভাপতি শেখ এটিএম আজরফ, উপজেলা প্রেসক্লাব সভাপতি স্বপন কুমার বর্মন।

এই পোস্টটি শেয়ার করতে চাইলে :Share on Facebook [১]Share on Google+ [২]Tweet about this on Twitter [৩]Email this to someone [৪]Share on LinkedIn [৫]