মন্ত্রিসভায় রদবদল হতে পারে বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। ৮ মে সোমবার দুপুরে সচিবালয়ে মন্ত্রিসভার বৈঠক শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন। জাতীয় পার্টি নতুন জোট গঠন করে মন্ত্রিসভা থেকে তাদের মন্ত্রিদের উঠিয়ে নেওয়ার কথা বলার পরিপেক্ষিতে মন্ত্রিসভায় নতুন মুখ আসছে কি না এমন প্রশ্নের জবাবে ওবায়দুল কাদের বলেন, ‘ক্যাবিনেটের রিসাফল (মন্ত্রিসভার রদবদল) তো হয়ই। হয়তো একটা হবে, অনেক দিন হয়ে গেছে। সেখানে কারা থাকবেন, কারা থাকবেন না, এটা একান্তভাবেই প্রধানমন্ত্রীর এখতিয়ার। এটা আমরা কেউ জানি না।’  তবে ঠিক কবে নাগাদ রদবদল হতে পারে সে বিষয়ে মন্ত্রী বলেন, ‘আই ডোন্ট নো এক্সাক্টলি। সেটা আমি জানি না। যখন হবে, চাঁদ উঠলে সবাই দেখবে।’  সর্বশেষ ২০১৫ সালের ১৪ জুলাই মন্ত্রিসভায় বড় ধরনের রদবদল আনা হয়েছিল। ওই দিন একইসঙ্গে নতুন পাঁচ জন মন্ত্রী-প্রতিমন্ত্রী নিয়োগ পান মন্ত্রিসভায়।

এই পোস্টটি শেয়ার করতে চাইলে :Share on FacebookShare on Google+Tweet about this on TwitterEmail this to someoneShare on LinkedIn