বান্টি মীর নামে যুক্তরাষ্ট্র প্রবাসী এক ব্যক্তির বিরুদ্ধে ধানমন্ডি থানায় মামলা দায়ের করেছেন অভিনেত্রী ও নির্মাতা মেহের আফরোজ শাওন। ধানমন্ডি থানার ওসি মো. আব্দুল লতিফ মামলার বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান,সামাজিক যোগাযোগ মাধ্যমে অশালীন বক্তব্য প্রচার ও প্রাণনাশের হুমকির জন্য আইসিটি অ্যাক্টের ৫৭ ধারায় রবিবার দুপুরে এই মামলাটি করেন শাওন। এর আগে একই ঘটনায় গত শুক্রবার সন্ধ্যায় ধানমন্ডি থানায় সাধারণ ডায়রি (জিডি) করেছিলেন প্রয়াত লেখক হুমায়ূন আহমেদের স্ত্রী অভিনেত্রী মেহের আফরোজ শাওন। বান্টি মীর নামের এক ব্যক্তি গত কয়েক দিন ধরে তার বিরুদ্ধে মিথ্যা ও অশালীন বক্তব্য প্রচার করছেন বলে শাওন অভিযোগ করেন। নির্মাতা মোস্তফা সরয়ার ফারুকীর ‘ডুব’ চলচ্চিত্রকে কেন্দ্র করে শাওনের বিরুদ্ধে গত কয়েকদিন ধরে ফেসবুকে আক্রমণাত্মক বক্তব্য ছড়াচ্ছেন বান্টি মীর। এদিকে ‘ডুব’ সিনেমায় হুমায়ূন আহমেদের জীবনের ঘটনাকে দেখানো হচ্ছে আশঙ্কা করে আপত্তি তুলেছেন শাওন। শাওনের অভিযোগের পরিপ্রেক্ষিতে তথ্য মন্ত্রণালয় থেকে স্থগিতাদেশ দেয়া হয় ‘ডুব’ ছবির অনাপত্তিপত্রে।
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :Share on FacebookShare on Google+Tweet about this on TwitterEmail this to someoneShare on LinkedIn