- সুনামগঞ্জ বার্তা - http://sunamganjbarta.com -

মালয়েশিয়ায় ৩৭ বাংলাদেশি শ্রমিক আটক

নিউজ ডেস্ক:: মালয়েশিয়ায় অবৈধ অভিবাসীদের বিরুদ্ধে চালানো অভিযানে ৩৭ বাংলাদেশি শ্রমিকসহ মোট ৩৭৬ জনকে আটক করেছে দেশটির সারওয়াক প্রদেশের ইমিগ্রেশন বিভাগ। আটক অবৈধ অভিবাসীদের নিজ নিজ দেশে ফেরত পাঠানো হবে বলে জানায় মালয়েশিয়ান কর্তৃপক্ষ। ইমিগ্রেশন বিভাগ থেকে জানানো হয়, শুধুমাত্র সোমবার ৭২ জন অফিসারকে নিয়ে অভিযান চালিয়ে ১১৯ জনকে গ্রেফতার করা হয়েছে। তার মধ্যে ১৮ জন বাংলাদেশি রয়েছে। এই মাস ব্যাপী অবৈধদের চিহ্নিত করতে অভিযান চলবে বলেও জানানো হয়। গত কয়েকদিন ধরে চালানো অভিযানে আটক ৩৭৬ জনের মধ্যে ৩৭ জন বাংলাদেশির পাশাপাশি ১৫৮ জন ইন্দোনেশিয়ান. ১২৭ জন চীনের নাগরিক, ৪৩ জন ভারতীয়, ৭ জন ফিলিপাইনের নাগরিক একজন শ্রীলঙ্কার নাগরিক এবং তিনজন মালয়েশিয়ার স্থানীয় নাগরিক। এদের মধ্যে সোমবার অভিযান আটক ১৮ বাংলাদেশির ভিসার মেয়াদ শেষ হয়ে গেছে। দ্য বরনি পোস্ট।
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :Share on Facebook [১]Share on Google+ [২]Tweet about this on Twitter [৩]Email this to someone [৪]Share on LinkedIn [৫]