- সুনামগঞ্জ বার্তা - http://sunamganjbarta.com -

মিয়ানমারের সঙ্গে বাংলাদেশের সম্পর্কের বরফ গলতে শুরু করেছে : কাদের

রোহিঙ্গা ইস্যুতে মিয়ানমারের সঙ্গে বাংলাদেশের সম্পর্কের বরফ গলতে শুরু করেছে মন্তব্য করে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেন, ‘আশা করি বরফ গলবে।’ সোমবার সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ওবায়দুল কাদের এ মন্তব্য করেন। তিনি বলেন, ‘(মিয়ানমারে) এক লাখ রোহিঙ্গার লিস্ট যাবে। এখানে মিয়ানমারের সদিচ্ছাটা গুরুত্বপূর্ণ। এই লিস্ট পুরোপুরি তারা আস্থায় নেবে আমরা এমটাই প্রত্যাশা করি। সব কিছু নির্ভর করছে মিয়ানমারের সদিচ্ছার উপর।’ রোহিঙ্গাদের ফিরিয়ে নিতে মিয়ানমারের কঠিন শর্ত- এ বিষয়ে মন্ত্রী বলেন, ‘এগুলো আছে। তাদের উপর আন্তর্জাতিক চাপ আগের চেয়ে আরও জোরদার। আমরা চেষ্টা করছি তারা চাপটা আরও বাড়াবে। আমরা যে এখানে সাফার করছি, বন্ধু রাষ্টগুলো তা উপলব্দি করবে আমরা সেটা প্রত্যাশা করি।’ তিনি বলেন, ‘আমাদের উপর অসহনীয় বোঝা চেপে বসেছে। যারা বন্ধু প্রতিবেশি দেশ তারা বিষয়টি অনুভব করছেন। আমরা আশা করি, মিয়ানমারের উপর তাদের চাপটা বাড়াবেন। মিয়ানমার যাতে বাস্তব সম্মত সিদ্ধান্ত নেয় এজন্য প্রতিবেশি দেশ ও আন্তর্জাতিক সম্প্রদায়ের চাপ জরুরি হয়ে পড়েছে।’ ‘আমার মনে হয় বরফ গলতে শুরু করেছে, আশা করি বরফ গলবে।’ ওবায়দুল কাদের বলেন, ‘কিছুদিনের মধ্যেই এক লাখ রোহিঙ্গা ফিরিয়ে দেয়ার প্রস্তাব মিয়ানমারের কাছে চলে যাবে। এরপর জয়েন্ট ওয়ার্কিং গ্রুপে এটা নিয়ে আলাপ-আলোচনা হবে।’

এই পোস্টটি শেয়ার করতে চাইলে :Share on Facebook [১]Share on Google+ [২]Tweet about this on Twitter [৩]Email this to someone [৪]Share on LinkedIn [৫]