- সুনামগঞ্জ বার্তা - http://sunamganjbarta.com -

মুক্তিযুদ্ধকে বিতর্কিত করতেই ভূয়া মুক্তিযোদ্ধার জন্ম দেওয়া হচ্ছে

পাবনা  : সেক্টর কমান্ডারস ফোরাম মুক্তিযুদ্ধ একাত্তরের চেয়ারম্যান কে এম সফিউল্লাহ বীরবিক্রম বলেছেন, মুক্তিযুদ্ধকে বিতর্কিত করতেই কিছু মানুষ মুক্তিযুদ্ধ না করেই নিজেদের মুক্তিযোদ্ধা পরিচয় দিচ্ছে। আর তাদের বিতর্কিত কর্মকাণ্ডে প্রকৃত মুক্তিযোদ্ধারা সামাজিকভাবে অসম্মানিত হচ্ছেন। মঙ্গলবার বিকেলে পাবনা বীরমুক্তিযোদ্ধা রফিকুল ইসলাম বকুল মুক্তমঞ্চে সেক্টর কমান্ডারস ফোরাম মুক্তিযুদ্ধ একাত্তরের পাবনা জেলা কমিটির শপথ গ্রহণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। মুক্তিযোদ্ধা যাচাই-বাছাই সঠিক প্রক্রিয়ায় হয়নি উল্লেখ করে সেনাবাহিনীর সাবেক এই প্রধান বলেন, যাচাই-বাছাইয়ে গঠিত কমিটি অস্বচ্ছ প্রক্রিয়ায় বিতর্কিত ব্যক্তিদের মুক্তিযোদ্ধা স্বীকৃতি দিচ্ছে। তিনি এর বিরুদ্ধে প্রকৃত মুক্তিযোদ্ধাদের প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানান।

সেক্টর কমান্ডারস ফোরাম-মুক্তিযুদ্ধ’৭১ এর পাবনা জেলা শাখার সভাপতি আ.স.ম. আব্দুর রহিম পাকনের সভাপতিত্বে অন্যান্যের মধ্যে বক্তব্য দেন- সেক্টর কমান্ডারস ফোরাম-মুক্তিযুদ্ধ’৭১ কেন্দ্রীয় কমিটির ভাইস চেয়ারম্যান লে. কর্ণেল আবু ওসমান চৌধুরী (অব.), মহাসচিব বীর মুক্তিযোদ্ধা হারুন হাবীব, সেক্টর কমান্ডারস ফোরাম-মুক্তিযুদ্ধ’৭১ কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি এডিশনাল আই. জি. পুলিশ (অব.) মো. নুরুল আলম, সহ-সভাপতি ও সাবেক রাষ্ট্রদূত বীর মুক্তিযোদ্ধা আনোয়ার-উল-আলম। পরে, সেক্টর কমান্ডারস ফোরাম-মুক্তিযুদ্ধ’৭১ এর পাবনা জেলা ও সদর উপজেলা কমিটির সদস্যদের শপথ বাক্য পাঠ করান কেন্দ্রীয় কমিটির চেয়ারম্যান মেজর জেনারেল (অবঃ) কে এম সফিউল্লাহ বীর উত্তম।

এই পোস্টটি শেয়ার করতে চাইলে :Share on Facebook [১]Share on Google+ [২]Tweet about this on Twitter [৩]Email this to someone [৪]Share on LinkedIn [৫]