যুক্তরাষ্ট্র জুড়ে জাতীয় জরুরি অবস্থা ঘোষণার প্রস্তুতি সম্পন্ন করেছে হোয়াইট হাউজ। ঘোষণার খসড়াও লিখে ফেলা হয়েছে। গতকাল শুক্রবার মার্কিন সংবাদমাধ্যম সিএনএন এক বিশেষ প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে। বৃহস্পতিবার যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় সরকারের অচলাবস্থা নিরসনে আনা দুটি প্রস্তাবই খারিজ করে দেয় কংগ্রেসের উচ্চকক্ষ সিনেট। প্রয়োজনীয় ৬০ ভোট পায়নি কোন প্রস্তাবই। রিপাবলিকান ও ডেমোক্রেট দল আলাদাভাবে প্রস্তাব দুটি উত্থাপন করেছিলো। শুক্রবার সিএনএন জানায়, জরুরি অবস্থা জারি করে মেক্সিকো দেয়াল নির্মাণের জন্য ৭ বিলিয়ন ডলারের অর্থবিলে সই করবেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। যুক্তরাষ্ট্রের সংবিধান অনুযায়ী জরুরি অবস্থা জারি হলে প্রেসিডেন্ট কংগ্রেসের অনুমোদন ছাড়াই বিল অনুমোদন করতে পারেন। মেক্সিকো সীমান্তে দেয়াল নির্মাণে ৫.৭ বিলিয়ন ডলার অর্থ চেয়েছিলেন ট্রাম্প। কিন্তু বিরোধীদের নিয়ন্ত্রণে থাকা আইনসভার নিম্নকক্ষে সেই প্রস্তাব আটকে যায়। এরপর থেকেই অচলাবস্থা বা শাটডাউনের সূচনা হয়। যা ইতোমধ্যে ৩৫ দিন ছাড়িয়ে গেছে। এটি যুক্তরাষ্ট্রের ইতিহাসে সবচেয়ে বড় অচলাবস্থা। এই শাটডাউনের কারণে গত ২২ ডিসেম্বর থেকে দেশটির ৮ লাখ সরকারি চাকরিজীবী বেতন পাচ্ছেন না। যুক্তরাষ্ট্রের রাষ্ট্রীয় কর্মচারিদের অনেকেই অস্থায়ী চাকরি করেন। যে কারণে তারা কাজ বন্ধ করেছেন অথবা মজুরি ছাড়াই কাজ করছেন। এদের মধ্যে হোয়াইট হাউজের কর্মীরাও রয়েছেন।
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :Share on FacebookShare on Google+Tweet about this on TwitterEmail this to someoneShare on LinkedIn