মো. এনামুল কবীর :: রবি-শামায় রিতিমতো মুগ্ধ সিলেট। করতালির বন্যায় ভেসে গেলেন দেশ বরেন্য শিল্পী শামা রহমান। তার কন্ঠ আর রবীর জাদুতে মুগ্ধ সিলেটের সংস্কৃতিপ্রেমি বিশেষ করে সঙ্গীতপ্রেমীরা। বেঙ্গল সংস্কৃতি উৎসবের সপ্তম দিনে মঙ্গলবার রাত পৌণে ৯টায় মঞ্চে উঠেন শামা রহমান। প্রথমেই দর্শকদের ব্যপক প্রশংসা করলেন। এরপর তুমুল করতালির মধ্য দিয়ে শুরু করলেন তার আসর।প্রথমেই খালি গলায় গাইলেন ‘স্বার্থক জনম আমার জন্মেছি এই দেশে’। এরপর ‘কান পেতে রই’ ‘সখি ভাবনা কাহারে বলে’ ‘ভালোবেসে সখি নিভৃত যতনে’ ‘রোদন ভরা বসন্ত সখি’ ‘হৃদয়ের খনি আদরিনী মোর’ ‘আজ যেমন করে গাইছে আকাশ’ ‘মনে কি দ্বিধা রেখে গেলে’ ‘কহো কানে কানে শোন’ ইত্যাদি। রবীন্দ্রনাথের খুব পরিচিত এই গানগুলো দর্শকদের আলোড়িত করেছে। প্রতিটি গানের শেষে দর্শকদের তুমুল করতালিতে ভেসেছেন শিল্পী শামা রহমান।  আর তাই করতালির জবাবে বার বার তাকে হাসিমুখে ধন্যবাদ দিতে হয়েছে। রাত ১০টা এ শিল্পী তার পরিবেশনা শেষ করে মঞ্চ থেকে নেমে যান। তার শেষ গান ছিলো সেই ‘যদি তোর ডাক শোনে কেউ না আসে’।
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :Share on FacebookShare on Google+Tweet about this on TwitterEmail this to someoneShare on LinkedIn