রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) ইংরেজি বিভাগের অধ্যাপক ড. রেজাউল করিম সিদ্দিকী হত্যা মামলায় জড়িত দুজনের ফাঁসি এবং তিনজনের যাবজ্জীব ন কারাদণ্ড দিয়েছেন আ দালত। মঙ্গলবার দুপুরে রাজশাহী দ্রুত বিচার ট্রাইব্যুনালের বিচারক শিরিন কবিতা আখতার এ রায় ঘোষণা দেন। ফাঁসির দণ্ডাদেশ প্রাপ্ত আসামিরা হলো, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের শিক্ষার্থী শরিফুল ইসলাম ও বগুড়ার মাসকাওয়াত হোসেন সাকিব ওরফে আবদুল্লাহ। যাবজ্জীবন প্রাপ্তরা হলেন, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ছাত্র রহমতুল্লাহ এবং খুনিদের আশ্রয়দাতা রাজশাহী নগরীর উপকণ্ঠ পবা উপজেলার নারকেলবাড়িয়া পূর্বপাড়া গ্রামের আব্দুস সাত্তার ও তার কলেজ পড়ুয়া ছেলে রিপন আলী। তবে এদের মধ্যে অভিযুক্ত আরেক আসামি শরিফুল ইসলাম এখনও পলাতক রয়েছেন বলে জানা যায়।যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আব্দুস সাত্তার জামিনে রয়েছে। আর বাকি তিন আসামিকে দুপুরে রাজশাহী কেন্দ্রীয় কারাগার থেকে আদালতে হাজির করা হয়।অধ্যাপক রেজাউল করিমকে হত্যার কারণ হিসেবে অভিযোগপত্রে উল্লেখ করা হয় দেশব্যাপী ব্লগার, মুক্তমনা, প্রগতিশীল ব্যক্তিদের টার্গেট করে জঙ্গিরা এ হত্যা করেছে। এর আগে গত বছরের ৬শে নভেম্বর জেএমবির আট সদস্যকে অভিযুক্ত করে ড. রেজাউল হত্যা মামলার চার্জশিট দাখিল করেন রাজশাহী মহানগর গোয়েন্দা পুলিশের পরিদর্শক রেজাউস সাদিক। তবে হত্যা মামলায় অভিযুক্তদের মধ্যে জেএমবি সদস্য খাইরুল ইসলাম বাঁধন, নজরুল ওরফে বাইক হাসান ও ওসমান আইনশৃঙ্খলাবাহিনীর অভিযানে নিহত হন। প্রসঙ্গত, ২০১৬ সালের ২৩শে এপ্রিল সকালে রাজশাহী মহানগরীর শালবাগান এলাকায় নিজ বাসা থেকে একটু দূরে রাবির ইংরেজি বিভাগের অধ্যাপক ড. এএফএম রেজাউল করিম সিদ্দিকীকে কুপিয়ে হত্যা করে জঙ্গিরা। এ ঘটনায় নিহত শিক্ষকের ছেলে রিয়াসাত ইমতিয়াজ সৌরভ বাদী হয়ে ওইদিনই রাজশাহী নগরীর বোয়ালিয়া থানায় মামলা করেন। এ মামলায় মোট ৩২ জনের মধ্যে ২৬ জনের সাক্ষ্যগ্রহণ শেষে বিচারক শিরিন কবিতা মঙ্গলবার আদালতে রায় ঘোষণা করেন। রাষ্ট্রপক্ষে মামলাটি পরিচালনা করেন অ্যাডভোকেট এন্তাজুল হক বাবু।
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :Share on FacebookShare on Google+Tweet about this on TwitterEmail this to someoneShare on LinkedIn