অত্যান্ত জাকজমকপূর্ণ আয়োজন ও হল ভর্তি দর্শকের উপস্থিতিতে বাংলা রেডিও বেতার বাংলা তাদের ২৪ ঘন্টা সম্প্রচারের ৬ষ্ট প্রতিষ্ঠা বার্ষিকী পালন করল রবিবার পূর্ব লন্ডনের ম্যানরপার্কের রয়েল রিজেন্সি হলে। অনুষ্ঠানের শুরু থেকে শেষ পর্যন্ত ছিল বেতার বাংলার শিল্পী, লন্ডন ও বাংলাদেশ থেকে আগত শিল্পীদের মনোজ্ঞ সাংস্কৃতিক পরিবেশনা। এতে কমিউনিটির বিশিষ্ট ব্যক্তিবর্গ, ব্যবসায়ী, সাংবাদিক, রাজনীতিবিদসহ সাংস্কৃতি প্রেমী ব্যক্তিবর্গদের উপস্থিতি ছিল চোখে পড়ারমতন।
বেতার বাংলার পরিচালক কাউন্সিলার শেরোয়ান চৌধুরীর স্বাগত বক্তব্যের মাধ্যমে শুরু হওয়া অনুষ্ঠানে গানের ফাঁকে ফাঁকে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন ব্রিটেনে বাংলাদেশের হাইকমিশনার মো: নাজমুল কাওনাইন, টাওয়ার হ্যামলেটস কাউন্সিলের নির্বাহী মেয়র জন বিগস, এটিএন বাংলার সিইও হাফিজ আলম বকস, ব্রিটিশ বাংলাদেশ চেম্বারের সাবেক সভাপতি মুকিম আহমেদ, বিসিএ’র সভাপতি পাশা খন্দকার, সাবেক ডেপুটি মেয়র কাউন্সিলার অহিদ আহমদ, কাউন্সিলার রাবিনা খান, এফওবিসির চেয়ার ইয়ওর খান, ব্রিটিশ বাংলাদেশী ক্যাটারার্স এর ইয়াফর আলী, লন্ডন বাংলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোহাম্মদ জুবায়ের, কুইক কাবার ইন্সুরেন্সের মার্ক চেস্টাটন, লাইকা রেমিটের ভিরা মোতাসামি, বেতার বাংলার প্রোগ্রাম কো অডিনেটর মোস্তাক বাবুল এবং সর্বশেষ বক্তা বেতার বাংলার নির্বাহী পরিচালক নাজিম চৌধুরী।
নাজিম চৌধুরী তার বক্তব্যের শেষ পর্যায়ে বেতার বাংলার সকল প্রেজেন্টারদের মঞ্চে তুলে পরিচয় করিয়েদেন।
অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন চ্যানেল এস এর ফাউন্ডার মাহী ফেরদৌস জলিল, এনটিভির ইউরোপের পরিচালক মোস্তফা সারোয়ার বাবু, কাউন্সিলার অলিউর রহমান, কাউন্সিলার আমিনুর খান, কাউন্সিলার মাহবুব আলম, কাউন্সিলার আয়শা চৌধুরী, কাউন্সিলার রহিমা রহমান, কাউন্সিলার ফারুক চৌধুরী, ব্রিটিশ বাংলাদেশ উইম্যান্স ফোরামের চেয়ার মমতাজ খান, বিসিএ’র সদস্য মুজিবুর রহমান জুনু, মোজাহিদ আলী, বিবিসি বাংলার প্রধান সাবির মোস্তফা, বিবিসি বাংলার মিজানুর রহমান, মাসুদ হাসান খান, টাওয়ার হ্যামলেটস এর ডেপুটি স্পীকার কাউন্সিলার সাবিনা আক্তার, কাউন্সিলার আতিকুল হক, এনসিএল ট্যুর এর শাহেদ আহমদ, কনজাবেটিব পার্টির মিনা রহমান, সাপ্তাহিক জনমত বার্তা সম্পাদক মুসলেহ আহমদ, টিভি প্রেজেন্টার উর্মি মাজহার, ফারহান মাসুদ খান, বাংলাদেশ হাইকমিশনার শরিফা খান ও নাদিম কাদির। সাংবাদিক, আবু মুসা হাসান, মতিয়ার চৌধুরী, দেশ ফাউন্ডেশনের মিসবাউর রহমান, ব্যবসায়ী সাদিক আহমদ, ওয়াজিদ হাসান সেলিম, মঈন উদ্দিন আনসার, নাজমুল চৌধুরী, আশিকুর রহমান, হেলাল খান প্রমুখ।
অনুষ্ঠানে সংগীত পরিবেশন করেন বাংলাদেশের জনপ্রিয় শিল্পীদের মাঝে মাহের আফরোজ শাওন, ফাহমিদা নবী, সেলিম চৌধুরী। যুক্তরাজ্যের জনপ্রিয় শিল্পীদের মাঝে আলাউর রহমান, গৌরী চৌধুরী, শরিফ সুমন, লাবনী বড়–ুয়াসহ বেতার বাংলার শিল্পীরা।

বিলেতে বিগত ১৫ বছর যাবত একমাত্র বাংলা রেডিও বেতার বাংলা তাদের সম্প্রচার অব্যাহত রেখেছে। উল্লেখ্য প্রথম থেকে খন্ডকালিন অনুষ্ঠান সম্প্রচার করলেও ২০১১সালে ৪ জানুয়ারী থেকে বিরতিহীনভাবে ২৪ ঘন্টা অনুষ্ঠান সম্প্রচার করে যাচ্ছে। আগত অতিথিরা বলেন, বেতার বাংলার এই পথ চলা মসূণ করতে তাদের যেকোন সহযোগিতা অব্যাহত থাকবে।
বেতার বাংলার এই অনুষ্ঠান সফলভাবে সম্পন্ন করতে বিগত কয়েকমাস যারা নিরলস পরিশ্রম করেছেন তাদের মধ্যে ইভেন্ট অর্গানাইজিং কমিটির সদস্যরা হচ্ছেন প্রতিষ্ঠানের নির্বাহী পরিচালক নাজিম চৌধুরী, কাউন্সিরার শেরোয়ান চৌধুরী, মাহের আহমদ নিশি, রিনা দাস, ড. এম এ আওয়াল, নাসরিন আজিজ ডলি, জয়নাল আহমেদ খান, মানিকুর রহমান গনি, হেনা বেগম, হাসি খান, আবুল কালাম, মিনহাজ খান, জিয়ার আহমেদ, সৈয়দ শাহ সেলিম আহমদ ও মোস্তাক বাবুল।

এই পোস্টটি শেয়ার করতে চাইলে :Share on FacebookShare on Google+Tweet about this on TwitterEmail this to someoneShare on LinkedIn