- সুনামগঞ্জ বার্তা - http://sunamganjbarta.com -

লন্ডন বাংলা প্রেসক্লাব নির্বাচন : এমাদ-জুবায়ের এলায়েন্সের সংখ্যা গরিষ্ঠতা

লন্ডনে বাংলা মিডিয়ার সবচেয়ে বড় প্রতিনিধিত্বশীল সংগঠন লন্ডন বাংলা প্রেসক্লাব নির্বাচন সম্পন্ন হয়েছে। নির্বাচনে ১৫ টি পদের মাঝে ১০ টি পদে বিজয়ী হয়ে সংখ্যাগরিষ্ঠতা অর্জন করেছে এমাদ-জুবায়ের-মুরাদ এলায়েন্স। গত ২৭ জানুয়ারি রোববার পূর্ব লন্ডনের ইম্প্রেশন ইভেন্ট হলে ব্রিটিশ বাংলাদেশিদের ঐতিহ্যবাহী সাংবাদিক সংগঠন লন্ডনবাংলা প্রেসক্লাবের সাধারণসভা ও দ্বিবার্ষিক নির্বাচন সম্পন্ন হয়েছে। ব্রিটেনের বিভিন্ন শহর থেকে আগত অতিথি এবং বিপুলসংখ্যক প্রেসক্লাবের সদস্যদের জমজমাট উপস্থিত ছিল চোখে পড়ার মত। বেলা আড়াইটা থেকে বিকেলসাড়ে ৬টা পর্যন্ত ভোটাররা তাঁদের ভোট প্রদান করেন। নাহাস, আনিস, মাসুম এবং এমাদ, জুবায়ের ও মুরাদ এই দুই প্যানেলে বিভিন্ন পদে ২৯জন প্রার্থী প্রতিদ্বন্ধিতা করেন। রাত প্রায় সাড়ে ১০টায় নির্বাচন কমিশনার নির্বাচনের ফলাফল ঘোষণা করেন। ২০১৯-২০২১ সালের সালের প্রেসক্লাবের নির্বাচিত কর্মকর্তা এবং তার প্রতিদ্বন্ধি প্রার্থীদের প্রাপ্ত ভোটের সংখ্যা নিম্ন দেওয়া হল। প্রেসিডেন্ট প্রার্থী (বিজয়ী) এমদাদুল হক চৌধুরী। তার প্রাপ্ত ভোট ১৬৩। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী সৈয়দ নাহাস পাশা প্রাপ্ত ভোট১৫১। ভাইস প্রেসিডেন্ট( বিজয়ী) তারেক চৌধুরী। তার প্রাপ্ত ভোট ১৮৪। নিকটতম প্রতিদ্বন্দ্বী আব্দুস সাত্তার প্রাপ্ত ভোট ১২৫। সেক্রেটারি (বিজয়ী) মোহাম্মদ জুবায়ের প্রাপ্ত ভোট ১৯২। আনিসুর রহমান আনিস: ভোট;১১৩। এসিসটেন্টঃ (বিজয়ী) মতিউর রহমান চৌধুরী প্রাপ্ত ভোট ১৭৮। আব্দুস সুবহান১২৫ ভোট। ট্রেজারার (বিজয়ী) আবু সালেহ মোঃ মাসুম, প্রাপ্ত ভোট ২০০। আব্দুল কাদির মুরাদ প্রাপ্ত ভোট ১০৭ কমিউনিকেশন সেক্রেটারি (বিজয়ী) এম এ [১]কাইয়ুম প্রাপ্ত ভোট ১৬৪। জাকির হোসেন কয়েস ১৩৯ভোট ট্রেনিং সেক্রেটারি(বিজয়ী) ইব্রাহিম খলিল প্রাপ্ত ভোট ১৫৫ আহাদ চৌধুরী বাবু, ভোট পেয়েছেন ১৫১। ইনফমেশন- সেক্রেটারি(বিজয়ী) সালেহ আহমদ প্রাপ্ত ভোট ১৮০। আনোয়ার শাহজাহান ১২৮ভোট ইভেন্ট সেক্রেটারি(বিজয়ী) রেজাউল করিম মৃধা প্রাপ্ত ভোট ১৭১। আজহারুল হক ভুইয়া, প্রাপ্ত ভোট ১৩৫। কার্যকরী পরিষদের সদস্য: বিজয়ী; আব্দুল কাইয়ুম; ১৯১। নাজমুল হোসেইন ১৫৬(বিজয়ী) মোঃ ইমরান আহমদ (বিজয়ী ) ১৫৭ পলি রহমান ( বিজয়ী) প্রাপ্ত ভোট ১৫৭। রহমত আলি প্রাপ্ত ভোট ১৪২। রুপি আমিন (বিজয়ী) প্রাপ্ত ভোট ১৬৫। শাহনাজ সুলতানা ( বিজয়ী) ভোট পেয়েছেন ১৪৭। মোঃ হাবিবুর রহমান প্রাপ্ত ভোট১৪১। তৌহিদ আহমদ; ১০৭। সরওয়ার হোসেইন; ১৪২। জুয়েল রাজ; ১৪১। প্রেসক্লাবের নবনির্বাচিত কমিটিকে ”  ‘সুনামগঞ্জ বার্তা’ অনলাইন পরিবারের পক্ষ থেকে অভিনন্দন জানানো হয়েছে। আগামীতে প্রেসক্লাব একটি শক্তিশালী সংগঠন হিসেবে বিলেতের বাংলামিডিয়া জগতে উল্লেখ যোগ্য ভুমিকা রাখবে বলে তারা আশা পোষণ করছেন।

এই পোস্টটি শেয়ার করতে চাইলে :Share on Facebook [২]Share on Google+ [৩]Tweet about this on Twitter [৪]Email this to someone [৫]Share on LinkedIn [৬]