- সুনামগঞ্জ বার্তা - http://sunamganjbarta.com -

লাকী আখন্দকে দেখতে হাসাপাতাল গেলেন সংস্কৃতিমন্ত্রী

কুদরত উল্লাহ –

গত ২৬ ফেব্রুয়ারি সকাল থেকেই নানা গুঞ্জন উঠেছে কিংবদন্তী সংগীতশিল্পী-মুক্তিযোদ্ধা লাকী আখন্দ আর বেঁচে নেই। কিন্তু না তিনি এখনও জীবিত আছেন। তবে তার জীবন এখন সংকটাপন্ন। মৃত্যুর সঙ্গে রীতিমতো যুদ্ধ করছেন তিনি। তার অবস্থা সংকটাপন্ন দেখে এখন অনেকেই তাকে দেখতে হাসপাতাল যাচ্ছেন। তার মধ্যে গতকালই গিয়েছিলেন তথ্য মন্ত্রী হাসানুল হক ইনু ও ঢাকা উত্তরের মেয়র আনিসুল হক। এবার গতরাতে হাসপাতালে গিয়েছিলেন সংস্কৃতমন্ত্রী আসাদুজ্জমান নূর। লাকী আখন্দের সঙ্গে কথা বলেছেন তিনি। কথা বলার এক পর্যায়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে একটি ধন্যবাদ পৌঁছে দিতে বলেন লাকী। কারণ প্রথম যখন তার ক্যান্সার ধরা পড়ে তখন প্রধানমন্ত্রী নিজে হাসপাতালে দেখতে গিয়েছিলেন তাকে। এছাড়াও মন্ত্রী আসাদুজ্জামান নূরের সঙ্গে অনেক কথাই বলেন লাকী আখন্দ। তারপর মন্ত্রী লাকী আখন্দের একটি ছবিতে নিজের মনের কথা লিখেন। আর এসব তথ্য হাসপাতাল থেকে সামাজিক যোগাযোগ মাধ্যমে সবার সঙ্গে শেয়ার করেছেন মিডিয়া কর্মী ও লাকী আখন্দের ঘনিষ্ঠজন এরশাদুল হক টিংকু।

এই পোস্টটি শেয়ার করতে চাইলে :Share on Facebook [১]Share on Google+ [২]Tweet about this on Twitter [৩]Email this to someone [৪]Share on LinkedIn [৫]