হাবিবুর রহমান-হাবিব,শাল্লা:: ব্র্যাকের জন্ম স্থান হিসেবে পরিচিত সুনামগঞ্জের শাল্লা উপজেলা, এ উপজেলার ৩৯ শত পরিবারের মধ্যে- ধান বীজ, সব্জি বীজ,নগদ টাকা, ত্রাণ হিসাবে বিতরণ কার্যক্রম অব্যাহত রয়েছে। ২১নভেম্বর মঙ্গলবার দুপুর ১২টায় ব্র‍্যাক শাল্লা শাখা কার্যালয়ে শাখা ব‍্যাবস্থাপক তাপস চক্রবর্তীর সার্বিক ব‍্যাবস্থাপনায় উক্ত কার্যক্রমের ধারা বাহিকতা পরিদর্শন করেন শাল্লা উপজেলা পরিষদের চেয়ারম্যান গনেন্দ্র চন্দ্র সরকার, ভাইস চেয়ারম্যান মাহবুব সোবহানী চৌধুরী, সুনামগঞ্জ জেলা ব্র‍্যাক প্রতিনিধি মোঃ মনিরুজ্জামান চৌধুরী, ব্র‍্যাক দিরাই- শাল্লার পিআইও রেদোয়ান উজ্জামান চৌধুরী ও সুভাষ বাড়ৈ। এ সময় আরো উপস্থিত ছিলেন ব্র্যাকের শাল্লা শাখার ইউডিএমটি মোঃ মাসুদুর রহমান,ব্র‍্যাক শাল্লা শাখার স্বাস্থ্য কর্মকর্তা মোঃ ইসমাইল হোসেন,শাল্লা শাখার হিসাব কর্মকর্তা বাধন দেবনাথ ও রিতা রাণী সরকার। পরিদর্শন কালে সম্মানিত অতিথি বৃন্দ ব্র্যাকের শাল্লা শাখার ত্রাণ বিতরণ কার্যক্রমের ভুয়ঁসী প্রশংসা করেন এবং অকাল বন্যায় ফসল হারা অসহায় মানুষের পাশে দাঁড়ানোর জন্য ব্র‍্যাক কে ধন্যবাদ জানান।
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :Share on FacebookShare on Google+Tweet about this on TwitterEmail this to someoneShare on LinkedIn