- সুনামগঞ্জ বার্তা - http://sunamganjbarta.com -

সকল বেসরকারি প্রাইমারি জাতীয়করণের দাবি শিক্ষক সমিতির

প্রধানমন্ত্রীর ঘোষণা অনুযায়ী সকল বেসরকারি প্রাথমিক বিদ্যালয় জাতীয়করণ করার দাবি জানিয়েছেন বেসকারি প্রাথমিক বিদ্যালয় শিক্ষক সমিতি। জাতীয় নির্বাচনের আগেই বেসকারি প্রাথমিক বিদ্যালয়কে জাতীয়করণ করা না হলে আবারো রাজপথে আন্দোলনে যাওয়ার হুঁশিয়ারি দেয় সমিতির নেতৃবৃন্দ। বুধবার জাতীয় প্রেস ক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে এ দাবি জানানো হয়। সমিতির সভাপতি মো. মামুনুর রশিদের সভাপতিত্বে সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন শিক্ষক সমিতির মহাসচিব মো. কামাল হোসেন। এ সময় আরো বক্তব্য রাখেন কেন্দ্রীয় নেতৃবৃন্দ।লিখিত বক্তব্যে বলা হয়, ১৯৭৩ সালে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান দুই দফায় ৩৭ হাজার প্রাথমিক বিদ্যালয় জাতীয়করণ করে নজির স্থাপন করেছিলেন। তারই কণ্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা ২০১৩ সালে ২৬ হাজার ১৯৩টি প্রাথমিক বিদ্যালয় জাতীয়করণ করেন। এসময় তিনি ঘোষণা করেন বাংলাদেশে আর কোন বেসরকারি প্রাথমিক বিদ্যালয় থাকবে না। বেসরকারি শিক্ষক সমিতিও থাকবে না।  এরপর পার্বত্য চট্টগ্রামের ২০১টি ও নওগাঁর ২টি প্রাথমিক বিদ্যালয় জাতীয়করণ করা হলেও এখনও সারাদেশে ৪১৫৯টি বেসকারি প্রাথমিক বিদ্যালয় জাতীয়করণের জন্য শিক্ষক সমিতিকে আন্দোলন করতে হচ্ছে। ১৮ দিন অনশন পালনের পর সরকারের আশ্বাসে বেসরকারি প্রাথমিক বিদ্যালয় শিক্ষক সমিতি আন্দোলন প্রত্যাহার করে নেয়। কিন্তু সেই আশ্বাস আজো বাস্তবায়ন হয়নি।

এই পোস্টটি শেয়ার করতে চাইলে :Share on Facebook [১]Share on Google+ [২]Tweet about this on Twitter [৩]Email this to someone [৪]Share on LinkedIn [৫]