- সুনামগঞ্জ বার্তা - http://sunamganjbarta.com -

সব কিছুতে না বলা যে বিএনপির অভ্যাস: তোফায়েল

রংপুর সিটি করপোরেশন নির্বাচন নিয়ে অভিযোগ করে বিএনপি নিজেকে মিথ্যাবাদী প্রমাণ করেছে বলে মনে করেন আওয়ামী লীগের জ্যেষ্ঠ নেতা ও বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ। তিনি বলেন, সব কিছুতে না বলা যে বিএনপির অভ্যাস, সেটাই দেশের মানুষ এখন বুঝতে পারছে। শুক্রবার ভোলায় নিজ বাসভবনে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে এসব কথা বলেন তোফায়েল। পাঁচ বছর আগের ভোটে ৩০ হাজার ভোটে জিতলেও বৃহস্পতিবারের ভোটে রংপুরে আওয়ামী লীগের প্রার্থী সরফুদ্দিন আহমেদ ঝণ্টু হেরেছেন প্রায় এক লাখ ভোটে। তবে ভোটের ফলাফল বিপক্ষে গেলেও রাজনৈতিক জয়ের দাবি করেছেন দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। এই নির্বাচনে তৃতীয় হয়ে বিএনপি নেতা রুহুল কবির রিজভী কারচুপির অভিযোগ এনেছেন। তার অভিযোগ, কেন্দ্র দখল করে রংপুরে সিল মেরেছে আওয়ামী লীগ ও জাতীয় পার্টি। অবশ্য ভোটের পর দিন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, সব মিলিয়ে রংপুরে ভোট সুষ্ঠু হয়েছে। আলোচিত এই নির্বাচন নিয়ে রিজভীর অভিযোগের বিষয়ে তোফায়েল বলেন, মিডিয়া ও গোটা দেশের মানুষ বলছে রংপুর সিটি করপোরেশন নির্বাচন সুষ্ঠু ও সুন্দরভাবে সম্পন্ন হয়েছে। কিন্তু বিএনপি এ নির্বাচনে তৃতীয় অবস্থানে গিয়েও বলছে তাদেরকে কারচুপি করে হারানো হয়েছে। এর দ্বারা প্রমাণিত হয় যে, বিএনপি সবসময় সত্যকে মিথ্যা বলার চেষ্টা করে। তাদের সব কিছুতেই না বলার অভ্যাস।

সংবিধান অনুযায়ী ২০১৯ সালের ২৯ জানুয়ারির আগের ৯০ দিনের মধ্যে জাতীয় সংসদ নির্বাচন হবে বলেও জানান তোফায়েল। বলেন, এই নির্বাচন হবে অবাধ, নিরপেক্ষ ও গ্রহণযোগ্য। বিএনপিকে এই সরকারের অধীনেই নির্বাচনে অংশগ্রহণ করতে হবে। আর তারা না করলে সেটা তাদের ব্যাপার। আগামী এক বছরের মধ্যে ভোলার একটি রাস্তাও কাঁচা থাকবে না বলেও জানান তোফায়েল। জানান, ভোলায় গ্যাসনির্ভর শিল্প কারখানা গড়ে তোলা হবে। ২০১৮ সালের মধ্যে ভোলা-বরিশাল সেতু নির্মাণের কথাও বলেন তিনি। জেলা পরিষদ চেয়ারম্যান আবদুল মমিন টুলু, ভোলা পৌরসভার মেয়র মনিরুজ্জামান মনির, ভোলা প্রেসক্লাবের সভাপতি এম হাবিবুর রহমান, প্রবীণ সাংবাদিক আবু তাহের, জেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক জহুরুল ইসলাম নকিব, এনামুল হক আরজু, সাংগঠনিক সম্পাদক মইনুল হোসেন বিপ্লব প্রমুখ এ সময় উপস্থিত ছিলেন।

এই পোস্টটি শেয়ার করতে চাইলে :Share on Facebook [১]Share on Google+ [২]Tweet about this on Twitter [৩]Email this to someone [৪]Share on LinkedIn [৫]