সভ্য দেশের লাইব্রেরি নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে একটি স্ট্যাটাস দিয়েছেন ভারতে অবস্থান করা আলোচিত বাংলাদেশি লেখিকা তসলিমা নাসরিন। শুক্রবার নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে তিনি এ স্ট্যাটাস দেন। তসলিমা নাসরিন লেখেন, সিগটুনা নামের ছোট একটি শহর, সেই শহরে রাস্তার পাশে পুরনো এক টেলিফোন বুথ, যেটি এখন আর টেলিফোন বুথ নয়, যেটি এখন পাবলিক লাইব্রেরি। আমার দেখা সবচেয়ে ছোট পাবলিক লাইব্রেরি। লাইব্রেরিটির কোনও লাইব্রেরিয়ান নেই, দারোয়ান নেই। পাবলিক এখান থেকে নিজ দায়িত্বে বই নেবে, পড়বে, ফেরত দেবে। এভাবেই চলবে লাইব্রেরি। সভ্য দেশে এ রকম লাইব্রেরি অনেক আছে। পাঠকরা কোথায় বসবেন এমন প্রশ্নের জবাবে তিনি লেখেন, পাশেই এক পার্ক রয়েছে। সেখানে বসে পাঠকরা বই পড়ে আবার ফেরত দিয়ে যাবে।

এই পোস্টটি শেয়ার করতে চাইলে :Share on FacebookShare on Google+Tweet about this on TwitterEmail this to someoneShare on LinkedIn