- সুনামগঞ্জ বার্তা - http://sunamganjbarta.com -

সমাজসেবায় সরকারের পাশাপাশি বিত্তবানদের এগিয়ে আসতে হবে: এমপি মানিক

 সুনামগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য, পরিকল্পনা মন্ত্রণালয় ও সরকারি প্রতিষ্ঠান সংক্রান্ত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য মুহিবুর রহমান মানিক বলেছেন- সমাজসেবা একটি মহতী কাজ, তাই রাষ্ট্র ও সমাজের জনকল্যাণমূলক কাজে সরকারের পাশাপাশি এলাকার বিত্তবানদের এগিয়ে আসতে হবে। বুধবার (২৭ ডিসেম্বর) ছাতক উপজেলার জাউয়া বাজার সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ব্যক্তিগত অর্থায়নে ‘কাজী মাসুক মিয়া’ ভবনের উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এমপি মানিক আরও বলেন- জাতির জনকের কন্যার ভিশন ২০২১ বাস্তবায়নের সারথী হিসেবে বঙ্গবন্ধুর ঘনিষ্ঠ সহচর প্রয়াত এমএনএ মরহুম আব্দুল হক সাহেবের স্মৃতিবিজড়িত জাউয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ব্যক্তিগত উদ্যোগে প্রায় ২৫ লক্ষ টাকা ব্যায়ে ভবন নির্মাণ করে যুক্তরাষ্ট্র মিশিগান সিটির সাবেক কাউন্সিলর কাজী মিয়া যে শিক্ষানুরাগী মনমানসিকতা দেখিয়েছেন এ ধারাকে অব্যাহত রাখতে হবে। সাউথ ওয়েস্ট সালেহা খাতুন স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থী প্রমি দস্তিদার ও চাঁদনী তালুকদারের যৌথ বাংলা ও ইংরেজি সঞ্চালনায় এবং বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি আতাউর রহমান আতার সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন- প্রাথমিক শিক্ষা কমিটির উপ-পরিচালক তাহমিনা খাতুন, সুনামগঞ্জ জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোহাম্মদ সাজ্জাদ, ছাতক উপজেলা শিক্ষা অফিসার মানিক চন্দ্র দাশ, সহকারী উপজেলা শিক্ষা অফিসার এনামুর রহিম বাবর, ছাতক উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি মোনায়েম খান, যুক্তরাষ্ট্র মিশিগান সিটির সাবেক কাউন্সিল কাজী মিয়া, জাউয়া বাজার ডিগ্রি কলেজের অধ্যক্ষ আব্দুল গফফার, পাইগাঁও উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক দিগেন্দ্র কুমার তালুকদার, মাধ্যমিক শিক্ষক সমিতি ছাতকের সভাপতি জসিম উদ্দিন, জাউয়া বাজার ইউপি চেয়ারম্যান মুরাদ হুসেন।
বক্তব্য রাখেন- সাবেক ইউপি চেয়ারম্যান মুক্তিযোদ্ধা নুরুল আমিন, নুরুল হক, ভাতগাঁও ইউপি চেয়ারম্যান আওলাদ হুসেন, ছাতক উপজেলা আওয়ামী লীগের আহবায়ক কমিটির সদস্য আফজাল হুসেন। উপস্থিত ছিলেন- ছাতক উপজেলা যুবলীগের সহ-সভাপতি বিমান ঘোষ, স্বেচ্ছাসেবকলীগের সহ-সভাপতি মুহিবুর রহমান তালুকদার টুনু, আবু সামা রাসেল, সাংগঠনিক সম্পাদক মঞ্জুর আলম, কৃপেশ চন্দ, রাসেল হোসেন, গোবিন্দগঞ্জ আব্দুল হক স্মৃতি কলেজ ছাত্রলীগের সভাপতি তাজামুল হক রিপন প্রমুখ।  পরবর্তীতে একই ইউনিয়নের ফাতেমা-নাইমা গার্লস স্কুল অ্যান্ড কলেজের উদ্বোধন করেন এমপি মানিক।

এই পোস্টটি শেয়ার করতে চাইলে :Share on Facebook [১]Share on Google+ [২]Tweet about this on Twitter [৩]Email this to someone [৪]Share on LinkedIn [৫]