- সুনামগঞ্জ বার্তা - http://sunamganjbarta.com -

সম্মেলন না হলে যুবলীগের থানা কমিটি বিলুপ্ত

যুবলীগের মেয়াদোত্তীর্ণ বিভিন্ন থানা কমিটির সম্মেলন আগামী ৩০ মার্চের মধ্যে আয়োজন করা না হলে সেইসব কমিটি বিলুপ্ত ঘোষণা করা হবে বলে নির্দেশনা দিয়েছে কেন্দ্রীয় যুবলীগ। যুবলীগের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক মো. হারুনুর রশিদ স্বাক্ষরিত চিঠিতে এ নির্দেশনা দেয়া হয়। শনিবার বিকেল থেকে সারা দেশে এ চিঠি বিলি করা হচ্ছে বলে বিবার্তাকে জানান, যুবলীগের দফতরের দায়িত্ব প্রাপ্ত সহ-সম্পাদক মনিরুল ইসলাম হাওলাদার। চিঠিতে বলা হয়, মেয়াদোত্তীর্ণ সব শাখার সম্মেলন ৩০ মার্চের মধ্যে সম্পন্ন করতে হবে। অন্যথায় ১১ মে ২০১৭ তারিখের পর মেয়াদোত্তীর্ণ সব কমিটি বিলুপ্ত বলে গণ্য হবে।এতে বলা হয়, ২০১৯ সালের নির্বাচনকে সামনে রেখে সব জেলা-উপজেলা শাখাকে নৌকা প্রতীকের দূর্গ হিসেবে গড়ে তুলতে যুবলীগের সব শাখাকে ঢেলে সাজানো হচ্ছে। এরই ধারাবাহিকতায় আমরা এই সিদ্ধান্ত নিয়েছি।  এ বিষয়ে যুবলীগের চেয়ারম্যন ওমর ফারুক চৌধুরী বিবার্তাকে বলেন, দেশের প্রত্যেকটি জেলা-উপজেলা শাখাকে জননেত্রীর ভ্যানগার্ড হিসেবে তৈরি করতে এই সিদ্ধান্ত নিয়েছি। ‘তাছাড়া সামনে ২০১৯ সালের নির্বাচনে বিজয় নিশ্চিত করতে নৌকা মার্কার অতন্ত্র প্রহরী হয়ে কাজ করার জন্য প্রত্যেকটি শাখাকে ঢেলে সাজাচ্ছি।’

এই পোস্টটি শেয়ার করতে চাইলে :Share on Facebook [১]Share on Google+ [২]Tweet about this on Twitter [৩]Email this to someone [৪]Share on LinkedIn [৫]