মাহবুব-আলম-

ছাতকের গোবিন্দগঞ্জ আব্দুল হক স্মৃতি অনার্স  কলেজে স্নাতক ১ম বর্ষের নবীনবরণ অনুষ্ঠান কে কেন্দ্র করে ছাত্র শিক্ষক উত্তেজনার জেরে সাধারন শিক্ষার্থীদের দেয়া দশ দফা দাবিতে অনির্দিষ্ট কালের ছাত্র ধর্মঘট প্রত্যাহার করা হয়েছে। টানা চার  দিন ধরে চলা কর্মসূচী গতকাল শনিবার কলেজ গভর্নিং বডির সভাপতি সুনামগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য মুহিবুর রহমান মানিকের হস্তক্ষেপে প্রত্যাহার করেছে সর্বদলীয় ছাত্র সংগ্রাম পরিষদ। কোচিং বানিজ্য বন্ধ অতিরিক্ত সেশন ফি সহ দশ দফা দাবিতে চার দিন ধরে চলমান ছাত্র ধর্মঘটে ক্লাস বর্জন সহ স্থবির হয়ে পড়ে কলেজের কার্যক্রম অবশেষে সংসদ সদস্য মুহিবুর রহমান মানিকের হস্তক্ষেপে ছাত্র ধর্মঘট  প্রত্যাহার করা হয়েছে বতর্মানে কলেজের কর্যক্রম স্বাভাবিক রয়েছে ।
উল্লেখ্য গত রোববার কলেজ হলরুমে স্মাতক  প্রথম বর্ষের শিক্ষার্থীদের নিয়ে ওরিয়েন্টেশন ক্লাস শুরু পর কলেজ অধ্যক্ষ সুজাত আলী রফিকের বক্তব্যের সময় কলেজের ডিগ্রি শেষ বর্ষের শিক্ষার্থী তাজামুল হক রিপন, দ্বীনুল ইসলাম শ্যামলসহ কয়েকজন ছাত্র ওই ক্লাসে প্রবেশ করে। এ সময় কলেজ অধ্যক্ষসহ অন্য শিক্ষকরা ওইসব শিক্ষার্থীদের ক্লাস থেকে বাহির হয়ে যেতে বলায় শিক্ষার্থী ও শিক্ষকদের মধ্যে বাক-বিতন্ডার এক পর্যায়ে উত্তেজনা সৃষ্টি হলে ক্লাস পন্ড হয়ে যায়। কিছুক্ষণ পর কলেজ ক্যাম্পাসে ওইসব শিক্ষার্থীরা অন্যা শিক্ষার্থীদের নিয়ে অধ্যক্ষের বিরুদ্ধে সিলেট-সুনামগঞ্জ ও ছাতক সড়কে বিক্ষোভ মিছিল বের করে। এ ঘটনার প্রতিবাদে গত সোমবার কলেজের শহিদ মিনারে কর্মরত শিক্ষক-শিক্ষিকারা দু’ঘন্টার অবস্থান কর্মসূচি পালন করেন।

এই পোস্টটি শেয়ার করতে চাইলে :Share on FacebookShare on Google+Tweet about this on TwitterEmail this to someoneShare on LinkedIn