শনিবার বেলা সাড়ে ৩টার দিকে কামারখন্দ উপজেলার কোনাবাড়ি এলাকায় বঙ্গবন্ধু সেতুর পশ্চিমপাড় সংযোগ মহাসড়কে দুর্ঘটনা ঘটে বলে বঙ্গবন্ধু সেতুর পশ্চিম পাড় থানার এসআই মিজানুর রহমান জানাননিহতদের মধ্যে বাস যাত্রী পাবনা সদরের ফজলুল হক রোডের দীপ্ত চ্যাটার্জীর ছেলে লিটন চ্যাটার্জীর (৩৫) পরিচয় জানাতে পারলেও অন্য তিনজনের পরিচয় তাৎক্ষণিকভাবে জানাতে পারেনি পুলিশ।আহতদের মধ্যে ২৩ জনকে সিরাজগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে হাসপাতালের জরুরী বিভাগে কতর্ব্যরত সিনিয়র স্টাফ নার্স সিদ্দিকুর রহমান জানানএসআই মিজানুর বলেন, ঢাকা থেকে পাবনাগামী নাইট স্টার পরিবহনের একটি বাসের সঙ্গে বগুড়া থেকে ঢাকাগামী সার বোঝাই ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে দুই যানের চালকসহ চারজন ঘটনাস্থলেই মারা যান দুর্ঘটনার পর মহাসড়কে দুইপাশে যানবাহন আটকা পড়লেও উদ্ধার অভিযানের পর পরিস্থতি স্বাভাবিক হয় বলে জানান তিনি

এই পোস্টটি শেয়ার করতে চাইলে :Share on FacebookShare on Google+Tweet about this on TwitterEmail this to someoneShare on LinkedIn