হাবিব সরোয়ার আজাদ-

 সুনামগঞ্জ-২৮ বর্ডারগার্ড ব্যাটালিয়ন বিজিবির হেডকোয়ার্টারের একটি বিশেষ টহল দল পৌর শহরের নতুন পাড়া এলাকা থেকে প্রায় সাড়ে ১৭ লাখ টাকার ভারতীয় অবৈধপণ্য সামগ্রী আটক করেছেন। বিজিবির অধিনায়ক লে. কর্ণেল নাসির উদ্দিন আহমেদ পিএসসি বৃহস্পতিবার  জানান, ব্যাটালিয়নের উপ-অধিনায়ক মেজর মো; মাহবুব আলমের নেতৃত্বে জেলা সদরের পৌর শহরের নতুন পাড়া আবাসিক এলাকায় বুধবার বিশেষ অভিযান চালিয়ে বিনা শুল্কে অবৈধভাবে নিয়ে আসা প্রায় ১৭ লাখ ৩৩ হাজার ৮৬৫ টাকার পণ্য সামগ্রী জব্দ করা হয়েছে। আটককৃত পণ্য সামগ্রীর মধ্যে রয়েছে ভারতীয়  ইমামী সেভেন ওয়েল (২০০ এমএল) ১৭৭১ বোতল, বনভিটা (৫০০ গ্রাম)  ৪৪৮ বৈয়ম, হরলিক্স (৫০০/২০০ গ্রাম) ১৩৬৫ বৈয়ম,জনশন বেবী ওয়েল (১০০ এমএল) ১৬১১ পিস, ট্যাংক (৫০০ গ্রাম) ১১৫ প্যাকেট,জ্যামিতি বক্স-৩৫০পিস, কিউ কারপিন তৈল (৩০০ এমএল) ১১২১ বোতল, বিভিন্ন প্রকার বিস্কুট ৪৫৫ প্যাকেট, পোলো চকলেট (বৈয়ম/বক্স) ৯২টি, ক্লিনিং প্লাস শ্যাম্পু (৩০০ এমএল) ৬১ বোতল, অলিভ ওয়েল (৩০০  এমএল) ৯৬ বোতল, স্টীল গ্লাস – ৮২ পিস।

পৌর শহরের ডিপার্টমেন্টাল ষ্টোরের একাধিক ব্যবসায়ী জানান, সদর উপজেলার ডলুরা সীমান্ত হাটকে ঘিরে হুন্ডির মাধ্যমে বীনা শুল্কে কয়েকটি সংঘবদ্ধ চক্র চোরাই পথে ভারতীয় পণ্য সামগ্রী এনে জেলা সদর ছাড়াও সিলেট ও রাজধানী ঢাকা সহ দেশের বিভিন্ন অঞ্চলে অবাধ চোরাচালান বাণিজ্য চালিয়ে আসছে দ্বীর্ঘ দিন ধরেই। ডলুরা সীমান্তহাট চালু হওয়ার পর বিজিবির হাতে আটককৃত বুধবারের অবৈধ পণ্য সামগ্রীর চালানটি এ যাবৎ কালের সবচেয়ে বড় ধরণের চালান বলেও ব্যবসায়ীরা জানিয়েছেন।

 

এই পোস্টটি শেয়ার করতে চাইলে :Share on FacebookShare on Google+Tweet about this on TwitterEmail this to someoneShare on LinkedIn