- সুনামগঞ্জ বার্তা - http://sunamganjbarta.com -

সুনামগঞ্জের খেয়াঘাটগুলোতে যাত্রী পারাপারে অতিরিক্ত ভাড়া আদায়

আল-হেলাল : নিয়মনীতি মেনে চলছেনা সুনামগঞ্জ পৌরসভা থেকে স্থানীয় বিভিন্ন খেয়াঘাটের ইজারা গ্রহনকারী ইজারাদাররা। যাত্রী পারাপারে সরকার নির্ধারিত টুলের চাইতে অতিরিক্ত টাকা আদায় করছে তারা। প্রত্যেক যাত্রীর কাছ থেকে জোরপূর্বকভাবে ৫ টাকা করে যাত্রী ভাড়া নিচ্ছে। বিদ্যালয়ে অধ্যয়নরত ছাত্রছাত্রী,শিশু,সরকারী কর্মচারীকে বাধ্য করে আদায় করছে অতিরিক্ত ভাড়া। এছাড়া বড় নৌকায় যাত্রী উঠানামা করানোর নির্দেশ থাকলেও ছোট ছোট নৌকা দ্বারা যাত্রী পারাপার করছে তারা। শহরতলীর চান্দিঘাট খেয়াঘাট,জেলরোড গোদারাঘাট ও লঞ্চঘাটের ফেরীঘাটে এবং এসকল ঘাটের উত্তরপাড়ে ইব্রাহিমপুর ও সদরঘড় গ্রামের খেয়াঘাটের কোথায়ও ভাড়া আদায়ের তালিকা সংবলিত সাইনবোর্ড দেখা যায়নি।

এ ব্যাপারে জানতে চাইলে সুনামগঞ্জ পৌরসভার মেয়র নাদের বখত বলেন,ইজারাদারদেরকে বিভিন্ন জনসুবিধা সংবলিত বিষয়ে শর্তারোপ করে ফেরীঘাট ইজারা দেয়া হয়। তাদেরকে সিটিজেন চার্টার ও ভাড়া আদায়ের তালিকা সাঁটানোর নির্দেশ দেয়া হয়। এছাড়া নৌডুবি বা দূর্ঘটনা ঘটার আশংকায় বড় নৌকায় যাত্রী পারাপারের জন্য কঠোরভাবে নিয়মনীতি পালনের জন্য লিখিত চুক্তিপত্র ও অঙ্গীকারনামা আদায় করা হয়। এসব শর্ত যদি কোন ইজারাদার ভঙ্গ করে তাহলে জনসাধারনের অভিযোগের ভিত্তিতে লীজ বাতিল করতে আমরা বাধ্য। এদিকে ডলুরা, কাইয়ারগাঁও, জর্জড়িয়া, আমপাড়া, সৈয়দপুর, মুসলিমপুর ইব্রাহিমপুরসহ উত্তর সুরমা পাড়ের বাসিন্দারা অবিলম্বে মোবাইল কোর্টের অভিযানের মাধ্যমে খেয়াঘাটের ইজারাদারদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহনের জন্য সুনামগঞ্জ জেলা প্রশাসকের কঠোর হস্তক্ষেপ কামনা করেছেন।

 

 

এই পোস্টটি শেয়ার করতে চাইলে :Share on Facebook [১]Share on Google+ [২]Tweet about this on Twitter [৩]Email this to someone [৪]Share on LinkedIn [৫]