- সুনামগঞ্জ বার্তা - http://sunamganjbarta.com -

সুনামগঞ্জে বিশ্ববিদ্যালয় হবে: পরিকল্পনামন্ত্রী

সুনামগঞ্জে বিশ্ববিদ্যালয় স্থাপনের ঘোষণা দিয়েছেন পরিকল্পনামন্ত্রী এমএ মান্নান। বুধবার (২৩ জানুয়ারি) বিকালে জেলা শিল্পকলা একাডেমির হাছন রাজা মিলনায়তনে জেলা যুবলীগ আয়োজিত এক সংবর্ধনা অনুষ্ঠানে তিনি এ ঘোষণা দেন। বর্তমান সরকার সুনামগঞ্জে মেডিক্যাল কলেজ হাসপাতাল নির্মাণের উদ্যোগ নিয়েছে। এ হাসপাতালের স্থান নির্ধারণের পর এখন ভূমি উন্নয়নের কাজ চলছে। এর মধ্যে এ জেলায় বিশ্ববিদ্যালয় করার ঘোষণা দিলেন পরিকল্পনামন্ত্রী। পরিকল্পনামন্ত্রী এমএ মান্নান বলেন, ‘গ্রামের পিছিয়ে পড়া মানুষের কল্যাণে কাজ করতে চাই আমি। প্রধানমন্ত্রী শেখ হাসিনা হাওরবাসীকে ভালোবাসেন। হাওরের মানুষের প্রতি তার গভীর মমত্ববোধ রয়েছে। তিনি সবসময় সুনামগঞ্জের হাওরবাসীর খোঁজখবর নেন। হাওরের ধান, বাঁধ, মানুষের ব্যাপারে তিনি আমার কাছে খবর নেন।’ তিনি বলেন, ‘প্রধানমন্ত্রী আমাকে বলেন, হাওরের জন্য কাজ করেন, হাওরের জন্য প্রকল্প নিয়ে আসেন। মাননীয় প্রধানমন্ত্রী হাসিমুখে হাওরের প্রকল্প পাস করেও দেন।’ তিনি আরও বলেন, ‘উত্থাপনের ৫ মিনিটের মধ্যে সুনামগঞ্জ মেডিক্যাল কলেজ স্থাপন প্রকল্পের অনুমোদন দিয়েছিলেন প্রধানমন্ত্রী। এবার সুনামগঞ্জে বিশ্ববিদ্যালয় স্থাপন করা হবে।’ এমএ মান্নান বলেন, ‘শুধু হাওর নয়; চরাঞ্চল, পাহাড়ি অঞ্চলসহ দেশের বিভিন্ন পিছিয়ে পড়া এলাকার মানুষের কল্যাণে কাজ করতে চান প্রধানমন্ত্রী। নেত্রী আমাদের সততার সঙ্গে পরিশ্রম করার পরামর্শ দেন।’

জেলা যুবলীগের আহ্বায়ক খাররুল হুদা চপলের সভাপতিত্বে এবং জেলা যুবলীগ নেতা সবুজ কান্তি দাস ও  ফতেহপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রনজিত চৌধুরী রাজনের সঞ্চালনায় গণসংবর্ধনা অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন– সুনামগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট পীর ফজলুর রহমান মিসবাহ, সুনামগঞ্জ জেলা পরিষদের চেয়ারম্যান নুরুল হুদা মুকুট, আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মিসবাহ উদ্দিন সিরাজ, কেন্দ্রীয় যুবলীগের প্রেসিডিয়াম সদস্য অ্যাড. বেলাল হোসেন, যুবলীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ফজলুল হক আতিক, দক্ষিণ সুনামগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান হাজী আবুল কালাম, সাবেক জেলা ছাত্রলীগের সভাপতি ও রেড ক্রিসেন্টের সাধারণ সম্পাদক অ্যাড. মতিউর রহমান পীর, জালালাবাদ অ্যাসোসিয়েশনের সহ-সভাপতি আনোয়ার হোসেন মঞ্জু, জেলা যুবলীগের যুগ্ম-আহ্বায়ক আসাদুজ্জমান সেন্টু, যুগ্ম-আহ্বায়ক খন্দকার মঞ্জুর আহমদ প্রমুখ।

এই পোস্টটি শেয়ার করতে চাইলে :Share on Facebook [১]Share on Google+ [২]Tweet about this on Twitter [৩]Email this to someone [৪]Share on LinkedIn [৫]