- সুনামগঞ্জ বার্তা - http://sunamganjbarta.com -

সুনামগঞ্জে মাসব্যাপী শিল্প ও পণ্যমেলা শুরু

সুনামগঞ্জে মাসব্যাপী শিল্প ও পণ্যমেলা শুরু হয়েছে। রবিবার (২৭ জানুয়ারি) বিকালে শহরের ষোলঘর স্টেডিয়াম মাঠে মেলার উদ্বোধন করেন পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান। জেলা ক্রীড়া সংস্থার উদ্যোগে এই মেলার আয়োজন করা হয়। সার্বিক ব্যবস্থাপনায় রয়েছে বাংলাদেশ বেনারসি মসলিন অ্যান্ড জামদানি সোসাইটি। মেলায় বিভিন্ন পণ্যসামগ্রী নিয়ে ৯৮টি স্টল বসানো হয়েছে। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে পরিকল্পনামন্ত্রী বলেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশ সামনের দিকে এগিয়ে যাচ্ছে। কোনও অপশক্তি এই এগিয়ে যাওয়া রোধ করতে পারবে না। দেশে এখন উন্নয়নের মহাসড়কে ছুটে চলছে। সারাদেশের সঙ্গে সুনামগঞ্জেরও আরও উন্নয়ন হবে। কোনও অপশক্তি জেন উন্নয়নের ধারাবাহিকতা থামিয়ে দিতে না পারে সে দিকে খেয়াল রাখতে হবে।’ মেলায় শিশুদের বিনোদনের জন্য নাগরদোলা, নৌকা দোলা, স্যাটল ট্রেন, ডেঞ্জারগেম, ওয়াটার শো, সার্কাস, বেবিজোনসহ নানা বিনোদনের ব্যবস্থা রয়েছে। মেলায় দর্শনার্থীদের জন্য টিকেটের মূল্য ১০ টাকা। মেলা উপলক্ষে এক আলোচনা সভার আয়োজন করা হয়। আলোচনা সভায় জেলাক্রীড়া সংস্থার সভাপতি ও জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুল আহাদের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন—পুলিশ সুপার মো. বরকতুল্লাহ খান, সুনামগঞ্জ পৌরসভার মেয়র নাদের বখত, বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পরিচালক শফিউল আলম, জেলা আওয়ামী লীগের সহসভাপতি অ্যাডভোকেট আফতাব উদ্দিন ও জেলা ক্রীড়া সংস্থার সহসভাপতি সিরাজুর রহমান সিরাজ। সভায় স্বাগত বক্তব্য রাখেন মেলার ব্যবস্থাপক মঈন খান বাবলু প্রমুখ। মেলার আয়োজক ও জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক দেওয়ান ইমদাদ রেজা চৌধুরী বলেন, ‘দেশীয় শিল্পের বিকাশ ও সুনামগঞ্জবাসীকে বিনোদন দেওয়ার জন্য তারা এ মেলার আয়োজন করেছেন। প্রতিদিন সকাল থেকে রাত পর্যন্ত মেলা প্রাঙ্গন দর্শনার্থীদের জন্য খোলা থাকবে।’

এই পোস্টটি শেয়ার করতে চাইলে :Share on Facebook [১]Share on Google+ [২]Tweet about this on Twitter [৩]Email this to someone [৪]Share on LinkedIn [৫]