- সুনামগঞ্জ বার্তা - http://sunamganjbarta.com -

সুনামগঞ্জে মে দিবসের র‌্যালী ও আলোচনা

সুনামগঞ্জ সংবাদদাতা ::আন্তর্জাতিক মে দিবস উপলক্ষে সুনামগঞ্জে র‌্যালী ও আলোচনা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১মে) সকাল ১১টায় সুনামগঞ্জ জেলা প্রশাসন ও জেলা শ্রমিক ঐক্য পরিষদের আয়োজন শহরের জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে থেকে র‌্যালীটি বের হয়ে বিভিন্ন সড়দ প্রদক্ষিণ শেষে স্থানীয় নতুন শিল্পকলা একাডেমির হলরুমে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। জেলা প্রশাসক মো. সাবিরুল ইসলামের সভাপতিত্বে ও জেলা উদীচীর সাধারন সম্পাদক জাহাঙ্গীর আলমের সঞ্চালনায় এতে বক্তব্য রাখেন অতিরিক্ত পুলিশ সুপার মো. হাবিবুল্লাহ,সিভিল সার্জন ডা. আশুতোষ দাস,সদর উপজেলা নির্বাহী অফিসার প্রদীপ সিংহ,সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) মো. শহীদুল্লাহ, জেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারন সম্পাদক হায়দার চৌধুরী লিটন,সাংগঠনিক সম্পাদক সিরাজুর রহমান,পিপি খায়রুল কবীর রুমেন,জেলা শ্রমিক ঐক্য পরিষদের সভাপতি মো. সুহেল আহমদ,জেলা শ্রমিকলীগের সদস্য সচিব সাইফুল ইসলাম মুবিন ও দোয়ারাবাজার উপজেলা শ্রমিকলীগের আহবায়ক আজির উদ্দিন প্রমুখ। নেতৃবৃন্দরা বলেন, আজ সময় এসেছে শ্রমিকদের নিরাপত্তা বিধানের পাশাপাশি তাদের মুজুরী নিধারন করার। এজন্য সবার মাঝে সমন্বয়ের কোন বিকল্প নেই। পরে এক মনোজ্ঞ সাংস্কৃদিক অনুষ্ঠানে শিল্পীরা গান পরিবেশন করেন।

এই পোস্টটি শেয়ার করতে চাইলে :Share on Facebook [১]Share on Google+ [২]Tweet about this on Twitter [৩]Email this to someone [৪]Share on LinkedIn [৫]