- সুনামগঞ্জ বার্তা - http://sunamganjbarta.com -

সুনামগঞ্জে শ্রমিক নেতা আটক, সিলেটে সড়ক অবরোধ

সুনামগঞ্জে র‍্যাবের হাতে দুই পরিবহন শ্রমিক নেতা আটকের প্রতিবাদে সিলেটে সড়ক অবরোধ করা হয়েছে। রোববার (১৩ জুন) দুপুরে সিলেট-সুনামগঞ্জ সড়কের কুমারগাও বাস টার্মিনাল এলাকায় সড়ক অবরোধ করেন শ্রমিকরা। এসময় প্রায় ঘন্টাখানেক যান চলাচল বন্ধ হয়ে পড়ে। এরআগে রোববার সকালে সুনামগঞ্জের জাউয়া এলাকা থেকে সিলেটের কুমারগাঁও বাস-মিনিবাস সড়ক উপকমিটির সাংগঠনিক সম্পাদক আনোয়ার হোসেনসহ দুজনকে আটক করে র‍্যাব। এর প্রতিবাদে দুপুর ১২ টার দিকে শ্রমিকরা সিলেটের কুমারগাঁও এলাকায় সিলেট-সুনামগঞ্জ সড়ক অবরোধ করে বিক্ষোভ প্রদর্শন করেন।

প্রায় ঘণ্টাখানেক সড়ক অবরোধে সড়কের উভয় পাশে দীর্ঘ যানজট লেগে যায়। আটকা পড়ে শত শত গাড়ি। সিলেট জেলা সড়ক পরিবহণ শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক আব্দুল মুহিত বলেন, আমাদের সিলেট জেলা বাস-মিনিবাস সড়ক পরিবহণ উপ-কমিটি কুমারগাঁও শাখার সাংগঠনিক সম্পাদককে র‍্যাব আটক করেছে। এই খবর শ্রমিকরা জানার পর তারা সড়ক অবরোধ করেছেন। পরে প্রশাসনের সাথে আলাপ হওয়ায় অবরোধ সরান হয়েছে।

এ বিষয়ে জালালাবাদ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল হুদা খান বলেন, সুনামগঞ্জে র‍্যাব দুজন শ্রমিককে আটক করেছে। তবে কী কারণে আটক করেছে আমরা জানি না। এ ঘটনার জের ধরে বেলা সাড়ে ১১টায় সিলেট-সুনামগঞ্জ সড়ক অবরোধ করেন শ্রমিকরা। এরপর দুপুর ১২টার দিকে সিলেটের কুমারগাঁওয়েও রাস্তায় অবস্থান নেন তারা। খবর পেয়ে আমরা সেখানে গিয়ে শ্রমিক নেতৃবৃন্দের সঙ্গে কথা ববললে দুপুর দেড়টার দিকে অবরোধ তুলে নেন তারা এবং যান চলাচল স্বাভাবিক হয়। এখন পরিবহন শ্রমিক নেতৃবৃন্দের সঙ্গে আলোচনা চলছে।

এই পোস্টটি শেয়ার করতে চাইলে :Share on Facebook [১]Share on Google+ [২]Tweet about this on Twitter [৩]Email this to someone [৪]Share on LinkedIn [৫]